ব্রিসবেন: বর্ডার গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) এখন যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ভারত যদি একটি ম্য়াচও হারে, তবে আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারবে না। তবে ব্রিসবেন টেস্টের প্রথম দিনে মাত্র ৮০ বল খেলা হওয়ার পর এবার কি অঙ্ক আরও জটিল হল? বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে প্রথম দিনের খেলায় ইতি টানার সময় অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ১৩.২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান বোর্ডে তুলে নিয়েছে।


নিয়ম কী বলছেন?


গাব্বা টেস্টের প্রথম দিনের খেলা মাত্র ৮০ বল হয়েছে। পরের দিনগুলোও আবহাওয়ার যা পরিস্থিতি তা ক্রিকেটপ্রেমীদের খুব একটা আশাল আলো দেবে না। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কিছুটা নিশ্চিত হতে পারে। তার কারণ, যদি এই টেস্ট ড্র হয়, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন কিছু হবে না। তবে ভারতীয় দলকে বাকি দুটো টেস্ট তো জিততেই হবে, এমনকী অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। এটাই যদি গাব্বা টেস্ট সহ বাকি দুটো ম্য়াচ জিতে নেয় রোহিত বাহিনী, তাহলে তাঁদের অন্য় দলের ফলের দিকে তাকাতে হবে না।


আজকের খেলা অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই বদল করে মাঠে নেমেছিল ভারত। আকাশ দীপ ও রবীন্দ্র জাডেজাকে যথাক্রমে হর্ষিত রানা ও আর অশ্বিনের বদলে দলে নেওয়া হয়।


ব্রিসবেনে ব্যাট, বলের টান টান লড়াই দেখার আশায় ছিলেন সকল ক্রিকেটপ্রেমী। কত ভারতীয় ক্রিকেটপ্রেমী শীতের সক্কাল সক্কাল ঘুম থেকে পড়েছিলেন। কিন্তু তাঁদের হতাশ হয়েই দিনের শুরুটা করতে হল। মাত্র ৮০ বল খেলা হওয়ার পরই বাতিল হয়ে গেল প্রথম দিনের খেলা। প্রবল বৃষ্টিই ২২ গজের লড়াইয়ে বিঘ্ন ঘটাল।


প্রথম দিনের খেলা বাতিল হওয়ায় যে পরিমাণ ওভার নষ্ট হয়েছে, সেটা যতটা সম্ভব উদ্ধার করার জন্য বাকি চারদিন সব ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই ম্যাচ শুরুর কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বাকি চার দিন ভোর ৫.২০ থেকে শুরু হবে ম্যাচ। নির্ধারিত ৯০ ওভারের পরিবর্তে এই দিনগুলিতে সর্বাধিক ৯৮ ওভার করে বল করা হতে পারে।