পারথ: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টের প্রথম দিনশেষে ভারতীয় দল ম্যাচে খানিক এগিয়েই বলা চলে। পারথে বোলারদের দিনে পড়ল মোট ১৭টি উইকেট। মাত্র ১৫০ রানে টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেলেও, বিধ্বংসী বুমরার (Jasprit Bumrah) আগুনে ছারখার অস্ট্রেলিয়া। সাত উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলে দিন শেষ করল অজ়িরা। ভারতীয় দল আপাতত ৮৩ রানে এগিয়ে রয়েছে। বল হাতে অধিনায়ক বুমরা ইতিমধ্যেই চার উইকেট নিয়ে ফেলেছেন। 


এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধাত নেয় ভারতীয় দলের অধিনায়ক যশপ্রীত বুমরা। এদিন জল্পনা মতোই টিম ইন্ডিয়ার জোড়া অভিষেক ঘটে। হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি প্রথমবার ভারতীয় টেস্ট দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন। আহত শুভমন গিলের বদলে ভারতীয় দলের তিন নম্বরে ব্যাট করার ডাক পান দেবদত্ত পাড়িক্কাল। রোহিতের অনুপস্থিতিতে দলের হয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন কেএল রাহুল।


বাঁহাতি তরুণ ওপেনার জয়সওয়াল খাতা খোলারই সুযোগ পেলেন না। স্টার্কের শিকার হয়ে ফিরে যান তিনি। তিন নম্বরে নামা দেবদত্ত পড়িক্কলকে ফিরিয়ে দেন হ্যাজেলউড। ২৩ বল খেলে কোনও রান বোর্ডে না যোগ করেই ফেরেন এই তরুণ। তিনি ফিরতেই কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছিল যে অভিমন্যু ঈশ্বরণকে না খেলিয়ে কেন দেবদত্তকে খেলানো হল। চার নম্বরে নেমেছিলেন বিরাট। খারাপ ফর্ম অব্যাহত কিং কোহলিরও। ৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনিও। হ্যাজেলউডের বলে খাওয়াজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রাহুল দীর্ঘক্ষণ উইকেটে টিকে থাকলেও শেষ পর্যন্ত ২৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। তবে তাঁর আউট নিয়ে যথেষ্ট বিতর্ক হয়।


৭৩ রান বোর্ডে তুলতেই ৬ উইকেট খুঁইয়েছিল ভারত। সেখান থেকে পন্থ ও নবাগত নীতীশ রেড্ডি মিলে দলের হাল ধরেন। দুজনে মিলে বোর্ডে ৪৮ রান যোগ করেন। পন্থ ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অন্য়দিকে কেরিয়ারের প্রথম টেস্টে তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে নজর কাড়লেন ২১ বছরের নীতীশ। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে ৪১ রান করে ফেরেন তিনই। হর্ষিত রানা ৭ রান করেন। বুমরা ৮ রান করে আউট হন। অজি পেসারদের মধ্য়ে হ্যাজেলউড ৪ উইকেট নেন। ২ টো করে উইকেট নেন কামিন্স, স্টার্ক ও মার্শ।


মাত্র ১৫০ রানের পুঁজি, এই নিয়েই লড়াই করার জন্য শুরুতেই উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। অভিষেক ঘটানো ন্যাথান ম্যাকসোয়েনিকে ১০ রানে ফিরিয়ে নিজের উইকেটের খাতা খোলেন বুমরা। পরের ওভারেই মার্নাস লাবুশেনকেও আউট করতে পারতেন তিনি। তবে কোহলি স্লিপে সহজ ক্যাচ ফেলেন। কিন্তু খাওয়াজার ক্ষেত্রে সেই ভুল করেননি বিরাট। দ্বিতীয় সাফল্য পান বুমরা। পরের বলেই স্টিভ স্মিথকে গোল্ডেন ডাকে ফেরান তিনি। হর্ষিত রানা এরপর স্বপ্নের বলে ট্র্যাভিস হেডের অফ স্টাম্প ভেঙে দেন। 


লাবুশেনের ক্যাচ মিস হলেও, তিনি দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থেকে কোনওভাবেই রান করতে পারছিলেন না। শেষমেশ তাঁর ৫২ বলে দুই রানের ইনিংস সমাপ্ত করেন সিরাজ। মিচেল মার্শেরও উইকেট পান তিনিই। অধিনায়ক বুমরা প্রতিপক্ষ অধিনায়ক কামিন্সকে তিন রানে ফেরান। শেষমেশ অ্যালেক্স ক্যারি দিনশেষে ১৯ রানে অপরাজিত রয়েছেন। কাল তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ান ইনিংস শুরু করবেন ছয় রানে ব্যাট করা মিচেল স্টার্ক।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'কোন দলে যাচ্ছ?', বর্ডার-গাওস্কর ট্রফির মাঝে IPL নিলাম নিয়ে প্রশ্ন লায়নের, জবাবে কী বললেন পন্থ?