মুম্বই: বর্ডার গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) চলছে। পারথে (Perth Test) প্রথম টেস্টে প্রথম দিনে একেবারেই ভাল পরিস্থিতিতে নেই ভারতীয় দল। এদিকে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের মাঝেই এবার আইপিএলের সূচি ঘোষণা করে ফেলল বিসিসিআই (BCCI)। ২০২৫ সালের আইপিএল শুরু হতে চলেছে আগামী ১৪ মার্চ থেকে। টুর্নামেন্ট চলবে আগামী ২৫ মে পর্যন্ত। ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত খবর অনুযায়ী আইপিএলের ১৮ তম মরশুমের সূচি ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির কথা মাথায় রেখেই। সূত্রের খবর, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। যা শেষ হওয়ার কথা ৯ মার্চ।


তবে শুধু ২০২৫ সালের আইপিএলের সূচিই নয়। ২০২৬ ও ২০২৭ সালের আইপিএলও কবে থেকে শুরু তাও জানিয়ে দিয়েছে বিসিসিআই। সূত্রের খবর অনুযায়ী ২০২৬ সালের আইপিএল ১৫ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। অন্যদিকে ২০২৭ মরশুমের আইপিএল ১৪ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে। তবে ম্য়াচের দিনক্ষণ কোনও ঘোষণা করেনি বিসিসিআই।


তাই আইপিএলের পরবর্তী মরশুম শুরু হতে দেরি থাকলেও, ইতিমধ্যেই নিলামকে ভিত্তি করে সকলের মুখে মুখে মেগা টুর্নামেন্ট নিয়েই চর্চা। গতবারের নিলামের মতো কিন্তু এবারের নিলামও দেশে নয়, দেশের বাইরেই বসছে। এবারের আইপিএল নিলাম দুই দিন ধরে আয়োজিত হবে। ২৪ ও ২৫ তারিখ ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের সেরা দল তৈরি করার লক্ষ্যে ক্রিকেটারদের জন্য দর হাঁকাবে। স্থানীয় সময় অনুযায়ী ১২.৩০টা এবং ভারতীয় সময় দুপুর তিনটে নাগাদ শুরু হবে মেগা নিলাম। এবারের নিলামে যে ৫৭৪ জন ক্রিকেটারের উঠবেন, তার মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। বিদেশিদের মধ্যে ১২ জন আনক্যাপড ক্রিকেটার। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও অভিষেক ঘটাননি বা, গত পাঁচ বছরে দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন। এদিকে, শেষ মুহূর্তে নিলামে নাম নথিভুক্ত করেছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার।