গ্বালিয়র: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই চমক দিয়েছেন তিনি। ব্যাট হাতে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্যই পরিচিত অভিষেক শর্মা (Abhishek Sharma)। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি (T20 Match) ম্য়াচেও সেই ঝলক দেখিয়েছিলেন। কিন্তু বাজেভাবে রান আউট হতে হয় পাঞ্জাবের এই তরুণ ব্যাটারকে। ৭ বলে ১৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। বাঁহাতি এই তরুণের রান আউট অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভালভাবে নেননি। অনেকেই তো আবার স্যামসনের সমালোচনাও করেছেন। তবে এবার অভিষেকের রান আউট নিয়ে মুখ খুললেন যুবরাজ সিংহ।
অভিষেক মাঝে মাঝেই যুবরাজ সিংহের অধীনে অনুশীলন করেন। এমনকী ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী তরুণ প্রাক্তন বিশ্বজয়ীকে তাঁর মেন্টরও মানেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২টো বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন অভিষেক। এরপরই রান আউট হতে হয় বাঁহাতি তরুণকে স্যামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। প্রথম টি-টােয়েন্টির ইনস্টাগ্রামে একটি পোস্ট করে অভিষেক লিখেছেন, ''সিরিজের সূচনাটা দারুণ হয়েছে। প্রতিটি রান এবং প্রতিটি বল দলের জন্য।'' সেই পোস্টে একজন ভক্ত লিখেছেন, ''আমরা কি একটি বড় ইনিংস দেখতে পারি?'' যুবরাজের তাঁকে প্রত্যুত্তরে লেখেন, ‘আপনাকে নিজের মাথাটাকে ঠিক ভাবে কাজে লাগাতে হবে।'' অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অভিষেকের সাফল্যে যেমন খুশি হন যুবি, তেমনই কিংবদন্তি অলরাউন্ডার কিন্তু শিষ্যের ভুলেও তাঁকে জনসমক্ষেই তা বোঝাচ্ছেন।
১২৭ রান তাড়া করতে নেমে ভারতীয় দল অভিষেক শর্মার দৌলতে শুরুটা বেশ আগ্রাসী মেজাজেই করেছিলেন। তাঁর নতুন ওপেনিং পার্টনার স্যামসন খানিক দেখেশুনে এগোচ্ছিলেন। তবে ছোট্ট বোঝাপড়ার ভুলেই রান আউট হয়ে ১৬ রানে ফিরতে হয় অভিষেককে। তবে স্যামসন ও সূর্যকুমার দুরন্ত ছন্দে ছিলেন। তাঁদের দৌলতেই তড়তড়িয়ে এগিয়ে যায় ভারতীয় ইনিংস। দুইজনে ৪০ রান যোগ করেন। তবে স্যামসন বা সূর্যকুমার, কেউই ম্যাচটা শেষ করে যেতে পারেননি। হার্দিক নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নেন।
চার মেরেই নিজের ইনিংস শুরু করেন তিনি। গোটা ইনিংস জুড়ে বোলারদের থিতুই হতে দেননি হার্দিক। তাঁর আগ্রাসী ব্যাটিং এবং নীতীশের পরিপক্ক ইনিংস ভারতের জয় সুনিশ্চিত করে। তবে জয়ের ভিতটা গড়েছিলেন ভারতীয় বোলাররা।