নয়াদিল্লি: ভারতীয় তারকা ক্রিকেটার অক্ষর পটেলের (Axar Patel) পরিবারে আসতে চলেছেন নতুন সদস্য। এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সোমবার, ৭ অক্টোবর রাতেই এক বিশেষ ঘোষণা করেন অক্ষর।


এক আবেগঘন ও মিষ্টি ভিডিওর মাধ্যমে অক্ষর জানান তিনি ও তাঁর স্ত্রী মেহা পটেলের জীবনে 'এক দারুণ খুশি' আসতে চলেছে। ভিডিওতে দম্পতির জীবনে নতুন সদস্য আগমনের খুশিতে এক বিশেষ অনুষ্ঠানের না না মুহূর্ত ধরা পড়েছে। অক্ষরকে এক আকাশি রঙের পাঞ্জাবিতে দেখা যায় ও তাঁর স্ত্রী মেহাকে বেরি পিঙ্ক রঙের আনারকলি স্যুটে দেখা গিয়েছে।


 






 


নিউট্রিয়িশিয়ানিস্ট তথা ডায়টেশিয়ান মেহার সঙ্গে গত বছরের জানুয়ারিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষর। এবার তাঁদের জীবনে আসছে নতুন সদস্য। দিনকয়েক আগেই এক টেলিভিশন শোতে কিন্তু অক্ষর কিছু সুখবর আসতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে সেই সুখবর নিয়ে জল্পনা চলেছিল। এবার সেই খবরে সিলমোহর পড়ল। 


প্রসঙ্গত, অক্ষর সম্প্রতি ভারত বনাম বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন তিনি। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি অক্ষর। তবে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি টিম ইন্ডিয়ার দলে নেই। বিশ্রাম পেয়ে স্বাভাবিকভাবেই এই সময়ে পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাচ্ছেন অক্ষর।


বাঙালির সেরা উৎসবে লারা


বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তার ওপর আবার রবিবার, ছুটির দিন। দুর্গাপুজোর (Durga Puja 2024) তৃতীয়াতেই মহানগরীর উত্তর থেকে দক্ষিণ, চারিদিকে মানুষের ঢল। টালা প্রত্যয় থেকে মুদিয়ালি, সন্তোষ মিত্র স্কোয়ার বা শ্রীভূমি, সর্বত্রই মানুষের ঢল। বাঙালির সেরা উৎসবে সামিল হলেন 'প্রিন্স অফ ত্রিনিদাদ' ব্রায়ান লারা।


রবিবাসরীয় সন্ধেতে সুরুচি সঙ্ঘের পুজোতে হাজির হন কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে বিখ্যাত সুরুচি সঙ্ঘের পুজো। সেই পুজোতেই সন্ধেতে একেবারে পাঞ্জাবি পরে হাজির ব্রায়ান লারা। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই মণ্ডপের উদ্বোধন করেন। তারপর সন্ধেতে মণ্ডপে এসেছিলেন ব্রায়ান লারা। তিনি মণ্ডপ সজ্জা চাক্ষুষ করার পাশাপাশি আগত দর্শনার্থীদের সঙ্গে কথাবার্তাও বলেন। বাংলা তথা বাংলার মানুষের সুখ, শান্তি কামনাও করলেন লারা।


      


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কানপুরে ভারতের জয়ে গম্ভীরকে কৃতিত্ব দেওয়া ব্যক্তিদের 'পা-চাটা' বলে তীব্র আক্রমণ গাওস্করের