হায়দরাবাদ: তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপির গুরুতর অভিযোগ উঠেছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate) আগেই সমন পাঠিয়েছিল মহম্মদ আজরহারউদ্দিনকে (Mohammed Azharuddin)। এবার সেই কাণ্ডেই ইডি-র সামনে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আজহারউদ্দিনের ইডির অফিসে যাওয়ার খবর পিটিআই সূত্রে নিশ্চিত করা হয়।
একদা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন আজহার। সেই সময়ই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপির অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। এই প্রথমবার কংগ্রেসের নেতাকে সমন পাঠানো হল। বৃহস্পতিবার, ৩ অক্টোবরের মধ্যে ইডির সামনে হাজিররার নির্দেশ দেওয়া হয়েছে মহম্মদ আজহারউদ্দিনকে। তবে আজহারউদ্দিন ইডির অফিসে যাননি। তিনি হাজিরার আগে খানিকটা সময় চেয়ে নিয়েছেন। হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে ডিজেল জেনারেটর কেনা, অগ্নিনির্বাপক পদ্ধতির উন্নতির জন্য যে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থের হেরফেরের অভিযোগ উঠেছে আজহারউদ্দিনের বিরুদ্ধে।
আজহারকে ইডির সামনে হাজিরা দিয়ে গোটা ঘটনায় তাঁর ভূমিকা প্রসঙ্গে জানানোর জন্য ডাকা হয়েছিল। হায়দরাবাদের অ্যান্টি-কর্পারেশন ব্যুরোর দায়ের করা তিনটি এফআইআরের ভিত্তিতে গত বছরের নভেম্বর মাসে ইডি তেলেঙ্গানার নয় জায়গায় অভিযান চালায়। চার্জশিটে অভিযোগ আনা হয় যে ডেডলাইন থাকরা সত্ত্বেও স্টেডিয়ামের বিভিন্ন কাজ সম্পূর্ণ করতে অত্যাধিক দেরি করা হয়। এর ফলে স্বাভাবিকভাবেই প্রচুর বাড়তি খরচ হয়। পরিচিত কন্ট্রাক্টারদের মার্কেটের দামের থেকে বেশি মূল্যে বিভিন্ন কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তৎকালীন সচিব, সভাপতিদের বিরুদ্ধে। এমনকী বিভিন্ন কোম্পানিকে অগ্রিম অর্থ দেওয়া হলেও, অনেক ক্ষেত্রে কোনওরকম কাজই হয়নি।
এইসব অভিযোগের ভিত্তিতেই গাদ্দাম বিনোদ, শিবলাল যাদব, আর্শাদ আয়ুব, যারা অতীতে যথাক্রমে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, সহ-সভাপতি, সচিবের দায়িত্ব পালন করেছেন, তাঁদের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। ডাকা হয় আজহারকেও। প্রাথমিকভাবে আজহারউদ্দিনকে ৩ অক্টোবর ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। তবে তিনি সেইদিন যাননি। অতিরিক্ত সময় চেয়ে নেন আজহার। সেই আর্জিতে সারা দিয়ে তাঁকে আজ, ৮ অক্টোবর হাজিরার নির্দেশ দেয় ইডি। সেইমতোই ইডির সামনে হাজিরা দিলেন তিনি। ক্রিকেটার হিসাবে বিতর্কে জড়িয়েছিলেন আজহার। এবার প্রশাসক আজহারকে নিয়েও বিতর্ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাড়িতে দুর্গাপুজোর আয়োজন মেহতাবের; মায়ের কাছে সুবিচারের প্রার্থনা