চেন্নাই: কমেন্ট্রি বক্সে বসে বারবার ধারাভাষ্যকাররা একটা কথাই বলেন যে ঋষভ পন্থ মাঠে না থাকলে কিছু যেন একটা মিসিং থাকে। বিশেষ করে স্টাম্প মাইকে পন্থের কাণ্ড কারখানা সত্যিই অবাক করে দেওয়ার মতই থাকে। ২০২২ সালের পর এই প্রথমবার টেস্ট ক্রিকেটে খেলতে নেমেছিলেন পন্থ। আর চেন্নাই টেস্টেই এক অদ্ভুত কাণ্ড করে বসলেন, যা দেখে সোশ্য়াল মিডিয়ায় হাসির রোল উঠল। নিজে ব্যাট করছিলেন। অথছ সেই সময়ই প্রতিপক্ষ দলের অধিনায়ককে ফিল্ড প্লেসিং ঠিক করার পরামর্শও দিলেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তেই।
খেলার তৃতীয় দিনে ব্যাট হাতে অর্ধশতরান হাঁকান পন্থ। গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর এই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিলেন। আর প্রত্যাবর্তনেই শতরান হাঁকালেন উইকেট কিপার ব্যাটার। ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ১২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। তৃতীয় দিনে গিলের সঙ্গে পার্টনারশিপে লিড চারশোর গণ্ডি পার করিয়ে দেন। ব্যাটিংয়ের সময়ই পন্থকে দেখা যায় শান্তকে নির্দেশ দিচ্ছেন যে ফিল্ডিং ঠিক নেই। একটি জায়গায় ফিল্ডিং সেট করতে হবে। সেই সময়ই মিড উইকেটের দিকে তাকিয়ে দেখান ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার। অবাক করার বিষয় হল বাংলাদেশ অধিনায়ক শান্ত এই কথাটি শুনে তখনই একজন ফিল্ডারকে মিড উইকেটে নিয়ে আসেন।
চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৩৯ রানে শেষ হয়ে গিয়েছিল পন্থের ইনিংস। প্রথম ইনিংসেও বেশ ভাল শুরু করছিলেন। কিন্তু নিজের ভুলেই খোঁচা মেরে আউট হয়েছিলেন। অবশ্য দ্বিতীয় ইনিংসে একেবারেই কোনও ভুল করেননি। নিজের স্বভাবচিত ভঙ্গিতে চালিয়ে খেলে শতরান পূরণ করেন দিল্লির তরুণ উইখেট কিপার ব্যাটার। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন পন্থ।