India vs Bangladesh Live: অনবদ্য পার্টনারশিপে টপ অর্ডারের ব্যর্থতা ঢাকলেন অশ্বিন-জাডেজা, প্রথম দিনশেষে ভারত ৩৩৯/৬

IND vs BAN 1st Test Live Update: বাংলাদেশের কাছে টেস্টে অপরাজিত ভারত। রোহিত শর্মারা দেশের মাটিতে ফেভারিট হিসাবেই নামছেন।অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে এসেছেন।

ABP Ananda Last Updated: 19 Sep 2024 05:18 PM
IND vs BAN Test Live Updates: এগিয়ে ভারত

প্রথম দিনের খেলাশেষে ভারতের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রান। অশ্বিন ১০২ ও জাডেজা ৮৬ রানে অপরাজিত রইলেন। শেষ সেশনে ৫-র অধিক রান প্রতি ওভারে ব্যাটিং করে ভারত।  

India vs Bangladesh Day 1 Live: ষষ্ঠ সেঞ্চুরি অশ্বিনের

১০১তম টেস্টে নিজেপ ঘরের মাঠে নিজের টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরান হাঁকালেন অশ্বিন। ৭৯ ওভার শেষে ভারতের স্কোর ৩৩৫/৬।

IND vs BAN Test Live Updates: ১৫০ রানের পার্টনারশিপ

১৫০ রান যোগ করে ফেললেন অশ্বিন ও জাডেজা। ৭২ ওভার শেষে ভারতের স্কোর ২৯৭/৬। চেন্নাইতে এটাই সপ্তম উইকেটে টেস্টে সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।  

India vs Bangladesh Day 1 Live: ভারতের ২৫০ পূর্ণ

অশ্বিন-জাডেজার শতরানের পার্টনারশিপের দৌলতে ছয় উইকেট হারিয়েই ২৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারত। ৬৩ ওভার শেষে ভারতের স্কোর ২৫৬/৬।

IND vs BAN Test Live Updates: অশ্বিনের অর্ধশতরান

ঘরের মাঠ চেন্নাইতে অশ্বিনের ব্যাটিং রেকর্ড বেশ ভাল। সেই রেকর্ড অব্যাহত রইল। চাপের মুখে ভারতের হয়ে কেরিয়ারের ১৫তম টেস্ট অর্ধশতরান হাঁকালেন অশ্বিন। ৬০ ওভার শেষে ভারতের স্কোর ২৩৮/৬। অশ্বিন ৫৪ ও জাডেজা ৩৫ রানে ব্যাট করছেন।   

India vs Bangladesh Day 1 Live: দু'শো রানের গণ্ডি পার

ছয় উইকেট হারিয়েই দু'শো রানের গণ্ডি পার করল ভারত। ৫০ রানের পার্টনারশিপ টিম জাডেজা-অশ্বিনের। ৫৩ ওভার শেষে ভারতের স্কোর ২০৮/৬।

IND vs BAN Test Live Updates: জাডেজার জীবনদান

ভারতীয় ইনিংসের প্রথম ছক্কা হাঁকিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। কিন্তু তার পরের বলেই জাডেজাকে এলবিডব্লু দেন আম্পায়ার। তবে কোনওক্রমে ডিআরএসের সুবাদে জীবনদান পেলেন জাডেজা। ৫০ ওভার শেষে ভারতের স্কোর ১৮৪/৬। 

India vs Bangladesh Day 1 Live: চা পানের বিরতিতে ভারতের স্কোর ১৭৬/৬

চা পানের বিরতিতে ভারতের স্কোর ১৭৬/৬। ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা (৭) ও রবিচন্দ্রন অশ্বিন (২১)।

IND vs BAN Test Live Updates: আউট কে এল

১৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন কে এল রাহুল। মেহদি হাসানের বলে আউট হয়ে ফিরলেন তিনি।

India vs Bangladesh Day 1 Live: আউট জয়সওয়াল

৫৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন যশস্বী জয়সওয়াল। নাহিদ রানার বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ভারতীয় ওপেনার। নিজের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি হাঁকালেন তিনি।

IND vs BAN Test Live Updates: জয়সওয়ালের অর্ধশতরান

অর্ধশতরান পূরণ করলেন যশস্বী জয়সওয়াল। এই ইনিংস খেলার পথে আটটি বাউন্ডারি হাঁকিয়েছেন বাঁহাতি তরুণ ওপেনার।

India vs Bangladesh Day 1 Live: ক্যাচ আউট হয়ে ফিরলেন পন্থ

ভারতের চতুর্থ উইকেটের পতন। ৩৯ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন পন্থ। ম্য়াচে নিজের চতুর্থ উইকেট পেলেন হাসান মাহমুদ।

IND vs BAN Test Live Updates: লাঞ্চের বিরতিতে ভারতের স্কোর ৮৮/৩

চেন্নাই টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/৩। ক্রিজে আছেন যশস্বী জয়সওয়াল (৩৭) ও ঋষভ পন্থ (৩৩)। 

India vs Bangladesh Day 1 Live: ২১ ওভারে ভারতের স্কোর ৮১/৩

২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান বোর্ডে তুলে নিল ভারত। ক্রিজে আসেন জয়সওয়াল (৩৬) ও পন্থ (২৭)।

IND vs BAN Test Live Updates: আউট গিল ও কোহলি

পরপর ধাক্কা ভারতীয় ব্য়াটিং অর্ডারে। শূন্য রানে ফিরে গেলেন শুভমন গিল। ৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিরাটও। প্রথম তিন শিকারই হাসান মাহমুদের।

India vs Bangladesh Day 1 Live: রোহিত আউট ৬ রানে

ভারতের প্রথম উইকেটের পতন। ৬ রান করে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত শর্মা। প্রথম আঘাত হানলেন হাসান মাহমুদ। 

IND vs BAN Test Live Updates: প্রথম ওভারে ১/০ রান বোর্ডে তুলল ভারত

প্রথম ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১ রান তুলে নিল ভারত।

India vs Bangladesh Day 1 Live: ওপেনিংয়ে নামলেন রোহিত-জয়সওয়াল জুটি

ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। বাংলাদেশের হয়ে প্রথম ওভার বল করতে এলেন তাসকিন আহমেদ।

IND vs BAN Test Live Updates: ভারতীয় একাদশে বাংলার আকাশদীপ

৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ভারতীয় দল। বুমরা, সিরাজের সঙ্গে ভারতীয় একাদশে বাংলার আকাশদীপ। ২ স্পিনার অশ্বিন ও জাডেজা। 

India vs Bangladesh Day 1 Live: প্রথম টেস্টে প্রথমে ফিল্ডিং বাংলাদেশের

চেন্নাই টেস্টে টস জেতেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন রোহিতদের। 

প্রেক্ষাপট

চেন্নাই: বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (India vs Bangledsh) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশের কাছে টেস্টে অপরাজিত ভারত। রোহিত শর্মারা দেশের মাটিতে ফেভারিট হিসাবেই নামছেন।


ম্যাচের আগের দিন ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছেন, 'আমি সব সময় বিশ্বাস করি খেলার সেরা ধরন সেটাই, যেটা মেনে চললে ম্যাচ জেতা যায়। আমি এমন একটা দল তৈরি করতে চাি যারা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় এবং শেখে। সব ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারে। কারণ কোনও একটা ধাঁচ মেনে চললে উন্নতি করতে পারবে না। আমি চাই ছেলেরা সব ধরনের পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিক আর উন্নতি করতে থাকুক প্রত্যেক দিন। সেটাই আসল। খেলাধুলোয় কিন্তু ফলটাই আসল। আর আবারও বলছি, সেরা ধরন হল যেটা মেনে চললে ম্যাচ জেতা যায়।'


ভারত কোনওদিন বাংলাদেশের কাছে টেস্টে না হারলেও গম্ভীর বলছেন, 'প্রতিপক্ষ দেখে তো আর মানসিকতা বদলাবে না। আন্তর্জাতিক ক্রিকেট মানেই হচ্ছে, প্রত্যেক সেশনে তোমার খিদেটা রয়েছে তো, প্রত্যেক ঘণ্টায়, প্রত্যেক বলে? কারণ যখন দেশের হয়ে খেলছো, ১৫ জন খেলছে, তখন সবাই সবাইকে হারাতে পারে। তাই আমি মনে করি শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সেরাটা দেব, কোনও বড় দলই এরকম ভাবে না। চ্যাম্পিয়ন দল হল তারাই যারা নিজেদের মান নিজেরাই নির্ধারিত করে।'


২০২২ সালের গাড়ি দুর্ঘটনার গুরুতর জখম হয়েছিলেন ঋষভ পন্থ। ২ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন তিনি। চুয়াল্লিশের কাছাকাছি ব্যাটিং গড় রেখে রান করেছেন। ৫টি টেস্ট সেঞ্চুরিও রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধেও কি ব্যাট হাতে জ্বলে উঠবেন পন্থ?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.