চেন্নাই: ৬৩৪ দিনের অপেক্ষা। ২০২২ সালের ডিসেম্বর মাসের পর আজই প্রথমবার টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতে নেমেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ উইকেটকিপার লিটন দাসের (Litton Das) সঙ্গে বাদানুবাে জড়ালেন পন্থ। 


আজ থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্ট। সেই টেস্ট ম্যাচের ১৫তম ওভারেই ঘটনাটি ঘটে। ক্রিজে ব্যাটিংরত পন্থ ও যশস্বী জয়সওয়াল প্রাথমিকভাবে রান নেওয়ার চেষ্টা করলেও, দৌড়ননি কেউই। তবে লিটন দাস বল থ্রো করার পর তা পন্থের প্যাডে লেগে দূরে চলে যায়। সেই সুযোগে এক রান নেন তিনি। সাধারণত ব্যাটারের গায়ে লাগলে রান নেয় না ব্যাটাররা। তাও ঋষভরা রান নিকে দৌড়নোয় খানিকটা ক্ষুব্ধই হন লিটন। পন্থকে প্রশ্ন করেন কেন তিনি গায়ে লাগা সত্ত্বেও দৌড়ন। তখন পন্থ বলেন, 'আমায় কেন মারছ!' জবাবে লিটন বলেন, 'আমি তো বল ছুড়বই'। পন্থও পিছু না হটে স্পষ্ট জানিয়ে দেন, 'তাহলে সেক্ষেত্রে আমিও রান দৌড়ব'।


 






পন্থ ও লিটনের এই কথোপকথনই পরিবেশ খানিকটা উত্তপ্ত করে তোলে। প্রসঙ্গত, নতুন বলে হাসান মামুদের আগুনে বোলিংয়ে ভারতীয় টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। রোহিত, গিল, কোহলিরা কেউই বড় রান পাননি। পন্থ ও জয়সওয়াল ভারতীয় ইনিংসের হাল ধরেন। দুইজনে চতুর্থ উইকেটে ৬২ রান যোগও করেন। দীর্ঘদিন পর টেস্ট খেলা পন্থকে বেশ ভাল ছন্দে দেখাচ্ছিল। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর ৩৯ রানে তাঁর ইনিংস থামান সেই হাসান মামুদই। অল্প রানের ব্যবধানে পরপর তিন উইকেট হারিয়ে ফের একবার চাপে পড়ে যায় ভারত।


তবে ১৪৪ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর দলের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও আর অশ্বিন ইনিংস টানছেন। দুইজনে ইতিমধ্যেই সপ্তম উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ৫৭ ওভার শেষে ভারতের স্কোর ছয় উইকেটে ২২৪ রান। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ব্যর্থ হালান্ড, ইন্টারের বিরুদ্ধে আটকে গেল ম্যান সিটি, জয় পেল পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড