চেন্নাই: বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্য়াচেই ব্যাটিং অর্ডারে যে ভাঙন, তা কিন্তু চিন্তা বাড়াবেই গৌতম গম্ভীরের। চিপকে বাংলাদেশের বোলারদের দাপট। যার জন্য চা পানের বিরতিতে দিনের খেলা গড়াতে না গড়াতেই ৬ উইকেট হারিয়ে বসে আছে ভারতীয় দল। টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। রান পাননি বিরাট, রোহিত, গিল। যশস্বী জয়সওয়াল অর্ধশতরান হাঁকান। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত হাসান মাহমুদ। ১টি করে উইকেট নেন নাহিদ রানা ও মেহদি হাসান মিরাজ।
মধ্যাহ্নভোজের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান বোর্ডে তুলেছিল ভারত। পন্থ ও জয়সওয়াল ব্য়াটিং করেছিলেন। গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে টেস্টে খেলতে নেমেছিলেন পন্থ। শুরুটা ভালই করেছিলেন। কিন্তু ৩৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। কে এল রাহুলও ১৬ রান করে আউট হয়ে যান মেহদি হাসানের মিরাজ।
এদিন ওপেনিংয়ে নামেন রোহিত ও জয়সওয়াল। গত এক বছরে এই জুটিই টেস্টে ওপেনিংয়ে নামছেন ভারতের হয়ে। ফলে গিল তিনে ও বিরাট চারে নামছেন। বাংলাদেশের হয়ে প্রথম ওভার করতে আসেন তাসকিন আহমেদ। তবে নজর কাড়েন হাসান মাহমুদ। তরুণ পেসার শুরু থেকেই সমস্যায় ফেলছিলেন রোহিতকে। একবার লেগবিফোরের আবেদনও করেন বাংলাদেশের বোলার। আম্পায়ার্স কলে বেঁচে গিয়েছিলেন হিটম্য়ান। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। ৬ রান করে অফস্ট্যাম্পের বাইরে হালকা আউটস্যুইং হওয়া বলে খোঁচা দিয়ে বসেন। ক্যাচ লুফে নেন শান্ত। গিল খাতাই খুলতে পারেননি। বাজে শটে লিটনের হাতে জমা পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর এই প্রথমবার টেস্টের আঙিনায় ফেরেন বিরাট কোহলি। তিনিও মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কোহলিও ক্যাচ আউট হয়ে ফেরেন।
ভারত ও বাংলাদেশ টেস্টের আঙিনায় ১৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১১ বার ভারত জয় ছিনিয়ে নিয়েছে। ২ বার ম্য়াচ ড্র হয়েছে।
আরও পড়ুন: জীবনদান পেলেন রবীন্দ্র, অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন অশ্বিন-জাডেজা