কানপুর: প্রথম টেস্টে জয় এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। কিন্তু সেই ম্য়াচে একেবারেই ছাপ ফেলতে পারেননি দলের ২ অভিজ্ঞ তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রবীন্দ্র জাডেজা (Ravindra jadeja)। তবে কানপুর টেস্টে এবার নজির গড়ার হাতছানি রয়েছে ২ ক্রিকেটারের সামনেই। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ১৭ রান এসেছিল। ২ ইনিংসে মিলিয়ে মাত্র ২৩ রান সংগ্রহে। তবুও এর মধ্যেই একটি রেকর্ড গড়েছিলেন। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূরণ করেছিলেন বিরাট। তবে কানপুর টেস্টে একটি বিষয়ে সচিনকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে কিং কােহলির সামনে। 


বিরাট আর মাত্র ৩৫ রান করলেই প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০ ইনিংসের থেকে কম ইনিংস খেলে ২৭ হাজার আন্তর্জাতিক রান ঝুলিতে পুরে ফেলবেন বিরাট। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এমনটা আগে কখনও হয়নি। বিরাট এখনও পর্যন্ত ৫৯৩ ইনিংস খেলে মোট ২৬,৯৬৫ রান করেছেন। সচিন এখনও পর্যন্ত ২৭ হাজার রান করেছেন ৬২৩ ইনিংস খেলে। তার আগে সচিন তেন্ডুলকর, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং রয়েছেন তালিকায়। 


রবীন্দ্র জাডেজা আর মাত্র ১ উইকেট পেলেই কানপুর টেস্টে ৩০০ টেস্ট উইকেট ঝুলিতে পুরে নিতে পারবেন। দেশের জার্সিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেট ও তিন হাজার রান পূরণ করার নজির গড়বেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। এর আগে এই নজির গড়েছেন অশ্বিন ও কপিল দেব।


উল্লেখ্য, দুই বছর পর আবার কানপুরে বসছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। ২৭ সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আয়োজিত হবে কানপুরে। আজই উত্তরপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল হাবে ভারতীয় খেলোয়াড়রা পৌঁছে গিয়েছেন। কানপুরে নয়দিন মতো থাকার কথা খেলোয়াড়দের। এই সময়ে দুই দলের তারকাদের জন্য এলাহি খাবারের বন্দোবস্ত করা হচ্ছে। কী থাকছে খেলোয়াড়দের মেন্যুতে? খবর অনুযায়ী খেলোয়াড়দের ডায়েটের কথা মাথায় রেখে খাবার দাবার যেমন থাকছে, তেমনই আবার যারা স্থানীয় খাবার দাবার খেতে আগ্রহী, তাঁদের জন্যও মেন্যুতে বিশেষ বন্দোবস্ত থাকছে। খবর অনুযায়ী ভারত ও বাংলাদেশের ম্যাচের জন্য যে মেন্যু নির্ধারিত করা হয়েছে, তাতে মটন নিহারি, খামারি রুটি, কাকোরি কেবাব, মটন গালৌটির মতো স্থানীয় খাবারদাবারও থাকছে।