কানপুর: প্রায় দেড় বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। মূলত তাঁর ও অশ্বিনের শতরানের সৌজন্যই প্রথম ইনিংসে বড় রান বোর্ডে তুলতে পেরেছিল ভারত। ম্য়াচেও শেষ পর্যন্ত ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই অবশ্য একটি খবরে কিছুটা আশাহত হতে পারেন পন্থের ভক্তরা। টেস্ট সিরিজের পর তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। সেই সিরিজেই নাও খেলতে পারেন পন্থ।


সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পন্থকে ছাড়াই হয়ত ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হতে পারে। কানাঘুষো শোনা যাচ্ছে যে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখেই হয়ত পন্থকে বিশ্রম দেওয়া হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ রয়েছে। এরপর বর্ডার গাওস্কর ট্রফিও রয়েছে। যে সিরিজে রোহিতের শিবিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য পন্থ। তাই তাঁর সুস্থ ও ফিট থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার জন্য়ই হয়ত বাংলাদেশের বিরুদ্ধে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে পন্থকে। 


চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টেস্টের আঙিনায় প্রত্যাবর্তন ঘটিয়েছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। আর ফিরেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই পারফরম্যান্সের জন্য আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে ৬ নম্বর জায়গা ফিরে পেলেন পন্থ। বুধবার, ২৫ সেপ্টেম্বর যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে পন্থকে দেখা যাচ্ছে ব্যাটারদের তালিকার ৬ নম্বরে।


এদিকে, বর্ডার গাওস্কর সিরিজের জন্যই অনেক আগে থেকেই নীল নকশা তৈরি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া শিবির। এবার ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। জানিয়েছেন, পন্থকে নিয়ে আলাদা পরিকল্পনা তৈরি করছেন তাঁরা। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে কামিন্স জানিয়েছেন, পন্থ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, জানেন তাঁরা। আর সেই কারণে চান দ্রুত পন্থকে ফেরাতে। কামিন্স বলেছেন, 'প্রত্যেক দলেই এমন দু-একজন ক্রিকেটার থাকে যারা ম্যাচের রং পাল্টে দেয়। অস্ট্রেলিয়ার যেমন রয়েছে ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ। এরা আগ্রাসী ক্রিকেট খেলে ম্যাচ হাতের বাইরে নিয়ে চলে যেতে পারে। ঋষভ পন্থরও তাই। ও এমন একটা রিভার্স স্ল্যাপ শট খেলে যা অবিশ্বাস্য। সেটা থেকেই বোঝা যায় ও কী মানের ব্যাটার। ও এমন একজন প্লেয়ার যার আগের দুই সিরিজেই বড় প্রভাব ছিল। এবার ওকে শান্ত রাখতেই হবে।'