কানপুর: বিহারের সাসারাম থেকে সফরটা শুরু হয়েছিল। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্স। ভারতীয় এ দলের হয়েও ভাল খেলেছেন। যার পুরস্কার হিসেবে সিনিয়র জাতীয় দলেও ডাক পেয়েছিলেন চলতি বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। অভিষেকেই রাঁচি টেস্টে নিজের জাত চেনান। আকাশ দীপ এই মুহূর্তে ভারতীয় বোলিং লাইন আপের উঠতি তারকা। বলা ভাল ২৭ বছরের এই পেসারকে এখন প্রতিটি টেস্ট সিরিজেই জাতীয় দলের অংশ হিসেবে দেখতে চাইছেন নির্বাচকরা। আকাশ নিজেও যেন এখনও ঘোরের মধ্যে আছেন। সাসারাম থেকে জাতীয় দলের ড্রেসিংরুম, বিশেষ করে বিরাট-রোহিতদের সঙ্গে সময় কাটানো, স্বপ্ন সত্যি হওয়ার রেষ এখনও কাটেনি ডানহাতি এই পেসারের।


চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্য়াচে প্রথম ইনিংসে প্রথম স্পেলেই নিজের প্রথম ওভারে ২ উইকেট তুলে নিয়েছিলেন আকাশ দীপ। দ্বিতীয় ইনিংসে ৬ ওভার বল করে কোনও উইকেট না পেলেও আকাশের বোলিং প্রশংসা কুড়িয়ে নিয়েছে। কানপুর টেস্টের আগে আকাশ বলছেন, ''রোহিত ও বিরাট ভাই ক্রিকেটের কিংবদন্তি। এই বয়সেও ওঁদের যা অধ্যাবসায় ও পরিশ্রম, তা সত্যিই অনুপ্রেরণা। ওঁদের থেকে এই অধ্যাবসায় শেখার আছে। তা প্রতিনিয়ত বুঝতে পারি।'' আকাশ আরও বলেন, ''আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি রোহিত শর্মার অধীনে খেলতে পারছি। উনি কখনওই আমাকে চাপ অনুভব করতে দেন না। সবসময় খোলা মনে বল করতে বলেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছি, এটা আলাদা করে কখনও বুঝতে পারি না আমি। এতটাই হাল্কা মনে খেলতে পারি। নিজে সবসময় ঠাণ্ডা মাথায় নিজের পরিকল্পনা মত বল করার চেষ্টা করি।'' 


নিজের ভারতীয় দলে সফর নিয়ে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার বলেন, ''ছোট থেকে ক্রিকেট ভালবাসা যে কোনও বাচ্চার স্বপ্ন থাকে যে সে দেশের হয়ে খেলবে। আমি সেই সুযোগ পেয়েছি। আর পেছনে ফিরে তাকাতে রাজি নই। এবার শুধু নিজের পারফরম্য়ান্স গ্রাফ উঁচুতে নিয়ে যেতে চাই।'' উল্লেখ্য, রোহিত শর্মার সঙ্গে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ হলেও বিরাটের সঙ্গে আইপিএলে একসঙ্গে খেলেছেন ডানহাতি তরুণ পেসার। আরসিবিতে বিরাটের নেতৃত্বেই খেলেছেন আকাশ দীপ।


আরও পড়ুন: রোহিতদের পর হরমনপ্রীতদের পালা, কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপ নিয়ে কী বলছেন তারকা লেগস্পিনার?