কানপুর: ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বেন স্টোকস, অলি পোপদের খেলায় তুমুল আগ্রাসন আলোড়ন ফেলে দিয়েছিল। গোটা ক্রিকেটবিশ্বে যে খেলার ধরনকে বাজ়বল বলে আখ্যা দেওয়া হয়েছিল।


গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর এবার কি টেস্টের আঙিনায় টিম ইন্ডিয়াও একইরকম আগ্রাসী ক্রিকেটের পথ আঁকড়ে পথ চলবে?


কানপুরে অন্তত সেরকমই ইঙ্গিত দিয়ে রাখল টিম ইন্ডিয়া (India vs Bangladesh)। যে ম্যাচের প্রায় তিনদিন বৃষ্টি ও ভেজা মাঠের জন্য পণ্ড হয়ে গিয়েছে, ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছেন যে, ম্যাড়ম্যাড়ে ড্রয়ের দিকে এগোচ্ছে ম্যাচ, সেই টেস্টেই আচমকা প্রাণ ফিরল ভারতীয় দলের আক্রমণাত্মক ক্রিকেটে।


বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার দিল ২৮৫/৯ স্কোরে। মাত্র ৩৪.২ ওভারে এই রান তুলেছে ভারত। রান রেট? ওভার প্রতি ৮.২২ রান তুলেছে ভারত। ৫০ ওভার ব্যাটিং করলে চারশো পেরিয়ে যেতে পারত ভারত।


বাংলাদেশের চেয়ে ৫২ রানের লিড নিয়ে সোমবার শেষবেলায় ফের বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে ভারত। লক্ষ্য, বাংলাদেশের দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে দিয়ে মঙ্গলবার ম্যাচের শেষ দিন সরাসরি জয়ের জন্য ঝাঁপানো। কানপুরের পিচ এখনও ব্যাটিংয়ের পক্ষে বেশ ভাল। কম খেলা হওয়ায় পিচের ভাঙনও হয়েছে কম। কিন্তু ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা মাথায় রেখে অনেকেই মনে করছেন, কে বলতে পারে কানপুরে অলৌকিক কোনও ফল অপেক্ষা করে নেই?


আরও পড়ুন: আইএসএলে নতুন রেকর্ড, মোহনবাগানকে হারিয়ে সুনীল ফাঁস করলেন সাফল্যের মন্ত্র



বাংলাদেশকে ৭৪.২ ওভারে ২৩৩ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাটিং করতে নেমেই নিজেদের মনোভাব স্পষ্ট করে দেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। দুজনে ৩.৫ ওভারে ৫৫ রান যোগ করেন। রোহিত ১১ বলে ২৩ রান করে ফেরেন। ৫১ বলে ৭২ রান করেন যশস্বী। তিন নম্বরে নেমে ৩৬ বলে ৩৯ করেন শুভমন গিল। ঋষভ পন্থ রান না পেলেও (৯) বিরাট কোহলি (৩৫ বলে ৪৭), কে এল রাহুল (৪৩ বলে ৬৮ রান) ঝোড়ো ব্যাটিং করে ভারতকে ৫২ রানের মহার্ঘ লিড এনে দেন। টেস্টে কোনও ইনিংসে দুশোর বেশি রান হয়েছে, এরকম ক্ষেত্রে সবচেয়ে বেশি রান রেট রেখে (৮.২২) রেকর্ড করল ভারত।



আরও পড়ুন: আইপিএলের গুরুত্বপূর্ণ পদে থেকে গেলেন অভিষেক, বিদায়ী বোর্ড সচিব জয় শাহকে সংবর্ধনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।