বেঙ্গালুরু: একটা সময় তিনি খেলতেন মোহনবাগানের (Mohun Bagan Super Giant) জার্সিতে। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সেই সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বেঙ্গালুরু এফসি-র কাছে তিন গোলের কাঁটায় বিদ্ধ মোহনবাগান। ৩-০ গোলে মোহনবাগানকে হারাল বেঙ্গালুরু এফসি। পেনাল্টি থেকে একটি গোল করলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই সঙ্গে গড়ে ফেললেন বিরল এক নজির।
আইএসএলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন সুনীল। বার্ট ওবগেচের রেকর্ড ভেঙে দিলেন সুনীল। আইএসএলে ৬৪ গোল হয়ে গেল ভারতীয় ফুটবলের কিংবদন্তির। বার্টের রয়েছে ৬৩ গোল। তিনিই এতদিন সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ৫৬ গোল করে তালিকায় তৃতীয় স্থানে আছেন রয় কৃষ্ণ। ৪৮ গোল করে চার নম্বরে রয়েছেন ফেরান কোরোমিনাস। দিয়েগো মউরিসিও রয়েছেন পাঁচ নম্বরে। ৪০ গোল করেছেন তিনি।
ম্যাচের পর উচ্ছ্বসিত সুনীল। সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছেন, 'মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে এই জয় সহজ নয়। আমরা লড়াই করেছি আর ৩-০ গোলে জিতেছি। ভীষণ কঠিন কাজ ছিল। আমি খুব খুশি যে সেই কাজটা আমরা করে দেখিয়েছি। আমরা এই ম্যাচের জন্য যেরকম পরিকল্পনা করেছিলাম ঠিক সেরকমই খেলতে পেরেছি বলে ভীষণ খুশি।'
আরও পড়ুন: ভারতের টি-২০ দলে ডাক পেলেন কেকেআরের তিন ক্রিকেটার, রয়েছে বিরাট চমকও
তিন ম্যাচের তিনটিতেই জয়। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বেঙ্গালুরু এফসি। এই দাপটের রসায়ন কী? সুনীল বলেছেন, 'আমাদের সাফল্যের মূল মন্ত্র লুকিয়ে ট্রেনিংয়ে। বেঙ্গালুরু এফ সি-র ট্রেনিং দেৎখতে এলে বুঝতে পারবেন। কোচিং স্টাফদের প্রত্যেকে ট্রেনিংয়ে ভীষণ জোর দেন। প্র্যাক্টিসেও হাড্ডাহাড্ডি খেলা হয়। মাঠে সেটাই দেখা যায়। দিয়াজ, এডগার, মেদেরা, রাহুল এরা সবাই চ্যাম্পিয়ন প্লেয়ার। প্রত্যেকটা বলের জন্য সর্বস্ব পণ করে ঝাঁপায়। প্র্যাক্টিসেও প্রত্যেক ট্যাকলে সেরাটা দেয়।'
সুনীল বলেছেন, 'জয়ের হয়তো কোনও গ্যারান্টি নেই। কিন্তু প্রস্তুতি কীভাবে হচ্ছে সেই পদ্ধতিটা গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন: গুরুতর অভিযোগ, বাংলাদেশের সুপারফ্যান টাইগার রবিকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।