কানপুর: শুক্রবার থেকে কানপুরে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) দ্বিতীয় তথা চূড়ান্ত টেস্ট ম্যাচ। চেন্নাইয়ে প্রথম টেস্টে বিরাট ব্যবধানে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। কানপুরে জিতলে সিরিজ পকেটে পুরবে ভারত। আর সিরিজ বাঁচাতে জিততেই হবে বাংলাদেশেকে।
কানপুরের সেই ম্যাচের আগে গ্রিন পার্ক স্টেডিয়ামের পরিকাঠামো, বিশেষ করে প্রেস বক্সের তুলোধনা করে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। করেছেন সিরিজ কভার করতে আসা বাংলাদেশের সাংবাদিকেরা। সেখানে কানপুরের প্রেস বক্সকে কেউ দিয়েছেন দশে শূন্য। কেউ বড় জোর এক। আর তা নিয়েই হইচই পড়ে গিয়েছে।
কানপুরের গ্রিন পার্কে ঘেরা প্রেস বক্স নেই। সাংবাদিকদের বসার জন্য গ্যালারিরই একাংশে টেবিল চেয়ার পেতে, পাখা লাগিয়ে অস্থায়ী বন্দোবস্ত করা হয়। আর তা নিয়েই আপত্তি বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক সাংবাদিক বলছেন, 'প্রেস বক্সকে দশের মধ্যে কত দেব? পাশমার্ক তো পাবেই না, কতটা শোচনীয়ভাবে ফেল করবে, সেটাই ভাবছি। সকলে গরমে কষ্ট পাচ্ছি। দরদরিয়ে ঘামছি। এখানে বসে ঠাণ্ডা মাথায় কাজ করা আর যাই হোক সম্ভব নয়। এটা গ্যালারির চেয়েও খারাপ। কাজ করার পরিবেশ নেই। ভাবতে হচ্ছে অসুস্থ হয়ে হোটেলে পড়ে থাকতে হবে কি না। দশে ১ বা ২ পাবে।'
আর এক সাংবাদিক সেই ভিডিওতেই বলেন, 'এরকম খোলা প্রেস বক্স শারজায় রয়েছে। কিন্তু সেখানে সাংবাদিকদের জন্য কুলারের ব্যবস্থা ছিল। এখানে তেমন কিছুই নেই। চারদিকে ময়লা, পাওয়ার সকেট নেই, ওয়াই ফাই নেই। জানি না ভারতীয় ক্রিকেট বোর্ড সাংবাদিকদের নিয়ে কী ভাবছে।'
আর এক সাংবাদিক বলেছেন, 'আমি কোনও নম্বরই দেব না। কারণ এটা কোনও প্রেস বক্সই নয়। কাজের পরিবেশ নেই। দশে শূন্য পাবে।'
যদিও বাংলাদেশের সাংবাদিকদের পাল্টা ট্রোলের শিকার হতে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ লিখেছেন, 'এর আগে কানপুরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান এমনকী অস্টেলিয়াও টেস্ট খেলে গিয়েছে। তাদের সাংবাদিকরা এখানে রিপোর্ট করে গিয়েছেন। কারও অসুবিধে হয়নি। ওঁরা কান্নাকাটি করেননি!' একজন লিখেছেন, 'এরকম সাংবাদিক হলে দেশের ক্রিকেটের এই অবস্থাই হবে!'
ভারতীয় বোর্ড থেকে যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।