চেন্নাই: ছেলের প্রথম কোচ তিনি। তাঁর হাতেই ছেলের ক্রিকেটে হাতেখড়ি। সেই ছেলেকেই যখন চোখের সামনে টেস্ট সেঞ্চুরি করতে দেখছেন, আবেগ কব্জা করবে বৈকি!


চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের গ্যালারিতে বসে শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরি দেখে চোখ চিকচিক করে উঠল লখবিন্দর গিলেরও। যিনি শুধু শুভমনের বাবাই নন, প্রথম কোচও।


সম্প্রতি ছন্দে ছিলেন না। সমালোচনাও শুরু হয়েছিল। চিপক স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৮ বল খেলে কোনও রান না করে ফিরেছিলেন। তবে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১১৯ রানের ইনিংস খেলে সকলের মুখ বন্ধ করে দিলেন শুভমন। সেঞ্চুরির পর পরিচিত কায়দায় হেলমেট খুলে মাথা নত করে কুর্নিশ করেন শুভমন।


শনিবার ১৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গিল। ঋষভ পন্থের সঙ্গে যুগলবন্দিতে তিনি বাংলাদেশকে কোণঠাসা করে দেন। শেষ পর্যন্ত ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। বাংলাদেশের সামনে ৫১৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় টিম ইন্ডিয়া।


 






ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন লখবিন্দর গিল। তাঁরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারত আর্মি (Bharat Army)। সেখানে লখবিন্দরকে দেখা যাচ্ছে শুভমনের সেঞ্চুরি পূর্ণ হতেই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। গর্বিত বাবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 


আরও পড়ুন: চাই না বাচ্চারা আমাকে নকল করুক, বাংলাদেশকে ছারখার করে বলছেন বুমরা




শনিবার তৃতীয় দিনের খেলার শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের শুভমন বলেন, 'ছোটবেলায় স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং প্র্যাক্টিসের সময় ক্রিজ়‌ ছেড়ে বেরিয়ে এসে খেলতাম। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়েও সেটাই করেছি। এখানে বোলারদের থিতু হতে দিলে চলবে না। কারণ কোনও বল ঘুরছে। কোনওটা আবার ঘুরছে না।'                            


আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।