হায়দরাবাদ: বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তিনি। শনিবার হায়দরাবাদে বাংলাদেশের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহ (Mahmudullah)। দিল্লি ম্যাচের আগেই ১৪০ টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটার জানিয়ে দিয়েছিলেন, চলতি সিরিজই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর শেষ সিরিজ। দিল্লিতে ৪১ রান করে তিনি দলের সর্বোচ্চ স্কোরার। তবে সম্প্রতি ফর্ম আর বয়স নিয়ে প্রশ্নের মুখে পড়ছিলেন। হায়দরাবাদে ভাল কিছু করেই শেষ করতে চাইবেন নিজের টি-২০ কেরিয়ার।
প্রশ্ন হচ্ছে, মাহমুদুল্লাহর শেষ ম্যাচে কি সান্ত্বনা জয় পাবে বাংলাদেশ? নাকি ফের লজ্জার মুখে পড়তে হবে? ভারতের মাটি থেকে একটিও ম্যাচ না জিতে দেশের বিমান ধরার মতো হতাশাজনক অভিজ্ঞতা হতে পারে নাজমুল হোসেন শান্তদের। টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হেরেছে। তিন ম্যাচের টি-২০ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই হেরে বসেছে বাংলাদেশ। শনিবার হারলে ৩-০ হবে। জিতলে হয়তো কিছুটা সম্মান পুনরুদ্ধার করা সম্ভব হবে।
তবে ভারতের নতুন টি-২০ দলকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে। দ্বিতীয় টি-২০ ম্যাচে শুরুতেই ৩ উইকেট হারানোর পরেও বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর তুলেছিল ভারত। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ও রিঙ্কু সিংহের (Rinku Singh) ব্যাটের ঝড়ে আক্রান্ত হয়েছিল বাংলাদেশ। তাদের যন্ত্রণা বাড়ান হার্দিক পাণ্ড্য ও রিয়ান পরাগ। বিধ্বংসী ইনিংস খেলে যান। ভারতের ২২২ ান তাড়া করতে নেমে মাত্র ১৩৫/৯ স্কোরে আটকে যায় বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে কোনও পরিবর্তন করেনি ভারত। তৃতীয় ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে কাউকে সুযোগ দেওয়া হয় কি না, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। সিরিজে বাংলাদেশের কাছে এখনও পর্যন্ত একমাত্র আশার আলো বলতে পেসারদের ফর্ম। তাস্কিন আমেদ, মুস্তাফিজুর রহমান, তাঞ্জিম হাসান সাকিব - সকলেই উইকেট তুলছেন। তবে স্পিনারদের ফর্ম চিন্তায় রাখবে শান্তদের।
আরও পড়ুন: ইডেন থেকে সরে গেল রঞ্জি ট্রফির ম্যাচ! কোথায় খেলতে হবে বাংলা দলকে?
টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত শেষ পাঁচটি টি-২০ ম্যাচ জিতেছে। অন্যদিকে শেষ পাঁচটি টি-২০ ম্যাচই হেরেছে বাংলাদেশ। শনিবার কি ফের ভারতের দাপট দেখা যাবে, নাকি বাংলাদেশ চমক দেবে? দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: অগ্নিপরীক্ষার সামনে সেঞ্চুরিকে কেরিয়ারের সেরা বাছলেন সুদীপ, তবু চাপ কাটাতে পারল না বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।