কলকাতা: শুক্রবার থেকে শুরু হল রঞ্জি ট্রফি (Ranji Trophy)। বাংলা (Bengal Cricket Team) দলের প্রথম ম্যাচ লখনউয়ে। একানায় ভারতরত্ন অটলবিহারি বাজপেয়ী স্টেডিয়ামে উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হল বাংলার অভিযান। অ্যাওয়ে ম্যাচ দিয়ে রঞ্জি ট্রফিতে পরীক্ষা শুরু হল অনুষ্টুপ মজুমদার ও তাঁর ছেলেদের।


তবে উত্তর প্রদেশ ম্যাচের পর বাংলা দলের পরপর দুটি খেলা ছিল ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে। প্রথম ম্যাচটি বিহারের বিরুদ্ধে। ১৮-২১ অক্টোবর। তারপরই বাংলার প্রতিপক্ষ কেরল। ২৬-২৯ অক্টোবর সেই ম্যাচটিও হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে।


যদিও বাংলার দুটি হোম ম্যাচই সরে গেল ইডেন গার্ডেন্স থেকে। যে সমস্ত ক্রিকেটপ্রেমীরা ইডেনে গিয়ে রঞ্জি ম্যাচে বাংলার জন্য গলা ফাটাবেন বলে পরিকল্পনা করেছিলেন, তাঁরাও যা শুনে হতাশ হতে পারেন। বাংলা বনাম বিহার ও বাংলা বনাম কেরল - দুটি ম্যাচই হচ্ছে না ক্রিকেটের নন্দনকাননে।


কী কারণে ইডেন থেকে সরে গেল ম্যাচ?


সিএবি সূত্রে খবর, বোর্ডের নির্দেশেই এমন পদক্ষেপ করতে হচ্ছে। কারণ, বোর্ড থেকে জানানো হয়েছে যে, সিনিয়র মহিলাদের টি-২০ টুর্নামেন্ট নৈশালোকে করতে হবে। মহিলাদের ক্রিকেটের উন্নয়ন নিয়ে বিশেষ উদ্যোগী ভারতীয় ক্রিকেট বোর্ড। নৈশালোকে আরও বেশি করে মহিলাদের ম্যাচ করাতে চাইছে বিসিসিআই। আর সেই কারণেই ইডেনে সিনিয়র মহিলাদের টি-২০ টুর্নামেন্টের ম্যাচ ফ্লাডলাইটে ইডেনে করা হবে, জানিয়েছে সিএবি। সিনিয়র মহিলাদের টি-২০ টুর্নামেন্টের ম্যাচ ইডেনে আয়োজনের জন্যই সরানো হচ্ছে রঞ্জি ট্রফির ম্যাচ।


কোথায় হবে বাংলা বনাম বিহার ও বাংলা বনাম কেরল ম্যাচ?


সিএবি সূত্রে খবর, দুটি ম্যাচই হবে কল্যাণীতে। বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। সেই মতো প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গিয়েছে মাঠকর্মী ও কিউরেটরদের।


বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল অবশ্য সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন। হোম বা অ্যাওয়ে ম্যাচ নিয়েও আলাদা করে ভাবছেন না। এবিপি লািভ বাংলাকে লক্ষ্মীরতন বলেছেন, 'ম্যাচ ঘরের মাঠে খেলছি না বাইরের মাঠে, সেগুলো কোনও বিষয়ই নয়। খেলার সঙ্গে ঘরে খেলছি না বাইরে সেই সম্পর্ক নেই। দুই দলই একই মাঠে, একই পরিবেশ-পরিস্থিতিতে খেলবে, সেটাই আসল। তাই ম্যাচ ইডেন থেকে কল্যাণীতে সরানো হলে সমস্যা নেই। নিজেদের খেলাটা খেলতে হবে আমাদের। খেলাধুলোর জগৎ এই জন্যই কঠিন। উত্তেজকও বটে। খেলোয়াড়েরা কেউ ভাবেই না কোন ম্যাচ ঘরের মাঠে আর কোন ম্যাচ বাইরে খেলতে হবে।'


আরও পড়ুন: প্রথম বলেই ছক্কা মারার আব্দার, রোহিতের জবাব ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।