নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত (Indian Cricket Team)। সিরিজেও ২-০ ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। গোটা ম্য়াচে একটা নামই সবার মুখে ঘোরাফেরা করছে। তিনি হলেন নীতিশ রেড্ডি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে ব্যাট হাতে ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন। নিজের ইনিংসে ৭টি ছক্কা হাঁকান নীতিশ। ৪টি বাউন্ডারিও ছিল।
কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই এমন ঝোড়ো ইনিংস। ম্য়াচ জেতানোর পুরস্কারও জুটেছে। বল হাতেও দুটো উইকেট তুলে নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলা নীতিশ। ভারতীয় ক্রিকেট দলের সোশ্যাল মিডিয়ায় ম্য়াচের পর সাক্ষাৎকারে নীতিশ রেড্ডি বলেন, ''আমি আমার এই পারফরম্য়ান্সের জন্য গৌতম স্যারের অবদানের কথা অবশ্যই বলব। আমাকে ভীষণ উদ্বুদ্ধ করেছেন উনি। সবসময় আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। গম্ভীর স্যার বলেছিলেন যে আমি যখন বল করব তখন যেন নিজেকে একজন বোলার হিসেবেই ভাবি। এমন যেন না ভাবি যে আমি একজন ব্যাটার, যে বলও করতে পারে। আমাকে একজন বোলার হিসেবেই ভাবতে বলেছেন। আর ব্য়াটিংয়ের সময় ব্যাটার। আমার পারফরম্য়ান্সের জন্য গৌতম স্য়ারকে ধন্যবাদ জানাতে চাই।''
বুধবার ভারতকে শুরুতে চাপে ফেলে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। টস জিতে প্রথমে ফিল্ডিং করে পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে ভারতের তিন উইকেট ফেলে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু বাংলাদেশ শিবির হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, এরপরই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তাদের শিবিরের ওপর। একজন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অপরিচিত মুখ। ভারতের জার্সিতে খেলতে নেমেছেন কেরিয়ারের দ্বিতীয় টি-২০ ম্যাচে। নীতীশ রেড্ডি । মাত্র ১৭ বলে হাফসেঞ্তুরি করে যিনি বাংলাদেশের বোলিংকে কোণঠাসা করে ফেললেন। অন্যজন, পকেট হারকিউলিস রিঙ্কু সিংহ। নীতীশের সঙ্গে পাল্লা দিয়ে ২৬ বলে হাফসেঞ্চুরি করলেন। দুই তরুণের দাপটে মাত্র ১৮.২ ওভারে দুশো পেরিয়ে যায় ভারত। ইনিংসের শুরুটা সতর্কভাবে করেছিলেন। প্রথম ১৩ বলে ১৩ রান করেছিলেন নীতীশ। পরের ১৪ বলে করলেন ৩৭ রান। সব মিলিয়ে ৩৪ বলে করলেন ৭৪ রান।