করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ভারতীয় দলের এই ফর্ম্য়াটে অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। অন্যদিকে ততটাই খারাপ পারফরম্য়ান্স পাকিস্তান ক্রিকেট দলের। নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নেমে নাকানিচোবানি খাচ্ছে পাক শিবির। এই পরিস্থিতিতে ভারতীয় দলের পারফরম্য়ান্সের উদাহরণ টেনে পাকিস্তান ক্রিকেটকে সমালোচনায় বিদ্ধ করলেন বসিত আলি।
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে নেই শুভমন গিল, যশস্বী জয়সওয়ালরা। নেই দলের তারকা পেসার যশপ্রীত বুমরা। নেই মহম্মদ সিরাজ, অক্ষর পটেলরাও। তবুও তরুণ ভারতীয় দল সিরিজ মুঠোয় করে নিয়েছে। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে খেলতে নেমেই দ্বিতীয় ম্য়াচে অর্ধশতরান হাঁকিয়ে ম্য়াচের সেরা হয়েছেন নীতিশ রেড্ডি। ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলাই নয়। বল হাতেও নিয়েছেন ২ উইকেট। এই পারফরম্যান্স দেখার পর বসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ''ভারতের থেকে পাকিস্তান ক্রিকেটের শিক্ষা নেওয়া উচিত। ওঁরা শুভমন গিল, যশস্বী জয়সওয়ালের মত তরুণ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেটে এমনটা দেখা যায় না। ওঁরা কিন্তু কাউকে বিশ্রাম দেয়নি।''
প্রাক্তন পাক তারকা আরও বলেন, ''নীতিশ যেমন ছক্কা হাঁকিয়েছে, তা সত্যিই অসাধারণ। আর রিঙ্কুর ব্যাটিং দেখে তো মাইকেল বেভানের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি নিশ্চিত গৌতম গম্ভীরের গেমপ্ল্যান দুর্দান্ত। ও দলটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের টিম ম্য়ানেজমেন্ট একটা প্লেয়ারকে ব্যাক করতে জানে। যদি কেউ ফ্লপও হয়। তবুও তাঁকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়। সেই প্লেয়ারের থেকে সেরাটা বের করে আনা হয়।''
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে নীতীশ চতুর্থ কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিশের ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরি হাঁকান। হাতে গোনা কয়েকজন ভারতীয় ব্যাটারই টি-টোয়েন্টিতে এক ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে ৫০-র অধিক রান তুলেছেন। যুবরাজ সিংহ, বিরাট কোহলি রয়েছেন সেই তালিকায়। এবার নীতীশও সামিল হলেন সেই দলে। তাঁর সাত ছক্কার ইনিংসের ৫৩ রানই আসে স্পিনারদের বিরুদ্ধে। ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দুই উইকেটও নেন নীতীশ। এই দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই নীতীশকে ম্যাচ সেরা ঘোষণা কর হয়। ২১ বছর বয়সি নীতীশ কিন্তু পরের পর জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে এমন পারফরম্যান্সই ধারাবাহিকভাবে করে যেতে আগ্রহী। ভারতের পরের ম্যাচ আগামী ১২ অক্টোবর, শনিবার।