দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup 2024) অভিযান শুরু করলেও পরপর দুটো ম্য়াচে জয় আত্মবিশ্বাস ফিরিয়েছে দলের। পাকিস্তানের পর এবার গতকাল বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানের বড় ব্যবধানে জয়। এই জয়ের পর এ গ্রুপে দু নম্বরে উঠে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৩ ম্য়াচে ঝুলিতে পুরে নিয়েছে ৪ পয়েন্ট। দুটো জয় ও একটি হার। পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে ভারতীয় দল


শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানে জয় ভারতের নেট রান রেটেও অনেক উন্নতি হয়েছে। এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেট রান রেট +০.৫৭৬। ভারত যদি আগামী ১৩ অক্টোবর অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। তবে পয়েন্ট টেবিলে ৬ পয়েন্ট নিয়ে শেষ করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া যদি পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায়, তবে অস্ট্রেলিয়াও ৬ পয়েন্টেই শেষ করবে গ্রুপে। 


নিউজিল্যান্ড অন্য়দিকে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করতে পারে। সেক্ষেত্রে তাদেরও বাকি দুটো ম্য়াচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে হবে। সেক্ষেত্রে রান রেটের বিচারে যাঁরা এগিয়ে থাকবে, তাঁরা সেমিতে জায়গা পাকা করে নেবে। 


ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায়, তবে অজিরা সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে। সেক্ষেত্রে ভারত তখন তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের দিকে। হরমনপ্রীতরা চাইবেন যে পাকিস্তান ও নিউজিল্যান্ড তাদের বাকি দুটো ম্য়াচের মধ্যে যে কোনও একটি ম্য়াচে যেন হেরে যায়। 


ঘটনা হচ্ছে, গ্রুপের ৫ দলের মধ্যে পাকিস্তান, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া এখনও ২টি করে ম্যাচ পাবে। যেখানে ভারতের হাতে রয়েছে একটিমাত্র ম্যাচ। শ্রীলঙ্কা ৩ ম্যাচের তিনটিই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল। শেষ ম্যাচ তারা জিতলেও তাদের শেষ চারের দরজা খুলবে না। তবে তাদের শেষ ম্যাচ নিউজ়িল্যান্ডের সঙ্গে আর সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সুবিধা হবে ভারতের।


বুধবারের বড় জয়ের ফলে নেট রান রেটেও এগোল ভারত। -১.২১৭ থেকে বেড়ে ভারতের নেট রান রেট দাঁড়াল +০.৫৬০। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে রানের নিরিখে এটাই ভারতের বৃহত্তম জয়। এর আগে ২০১৪ সালে সিলেটে বাংলাদেশকে ৭৯ রানে জিতেছিল ভারত। সেটিই ছিল ভারতের বৃহত্তম জয়। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল।