নয়াদিল্লি: প্রথম টি-টোয়েন্টিতে (T20 Cricket) বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন। এবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে রেকর্ডের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারত অধিনায়ক আর মাত্র ৩৯ রান করলেই ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড। সেক্ষেত্রে বিরাটের মতই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম আড়াই হাজার রান পূরণ করে ফেলবেন তিনি। ৭৩ ম্য়াচে এই নজির গড়েছিলেন বিরাট। তুলনা টানলে সূর্যও কিন্তু একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। এখনও পর্যন্ত ৭১ ম্য়াচ খেলে টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কের ঝুলিতে রয়েছে ২৪৬১ রান। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে ৩৯ রান করলে বিরাটের সঙ্গে সমসংখ্যক ম্য়াচ খেলে আড়াই হাজার রান পূরণ করতে পারবেন ডানহাতি এই ব্যাটার। তালিকায় শীর্ষে আছেন বাবর আজম। তিনি ৬৭ ম্য়াচে এই নজির গড়েছিলেন।প্রথম ম্য়াচে ১৪ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। ম্য়াচে ভারত ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৯ বল ও সাত উইকেট হাতে রেখেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। বলের নিরিখে এটা বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বড় জয় ছিল। ভারতের হয়ে সর্বাধিক ৩৯ রান করে অপরাজিত ছিলেন হার্দিক। তাঁর ইনিংস এল মাত্র ১৬ বলে। অভিষেক নীতীশ রেড্ডির সংগ্রহ ১৫। তিনিও অপরাজিত ছিলেন।
প্রথম ম্য়াচে সঞ্জু স্যামসন ২৯ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু আরও দ্রুত তাঁকে রান তোলার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। প্রাক্তন ভারতীয় ওপেনার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন, ''স্যামসনকে নিয়ে কথা বলতেই হবে। অভিষেক শুরুতে দুর্দান্ত খেলছিল। কিন্তু ও রান আউট হয়ে যায়। কিন্তু স্য়ামসন দায়িত্ব নিয়ে সুন্দরভাবেই খেলছি। ও বেশি জোড়ে শট মারার চেষ্টা করেনি কখনওই। ওর খেলা ভাল লেগেছে। কিন্তু আমি একটা বিষয়ই বলব যে কিছুটা আগ্রাসী মেজাজে ওকে খেলতে হবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। আরও কিছু বেশি রান করতে হবে ওকে। নইলে টিম ম্যানেজমেন্ট কিন্তু স্যামসনকে বসিয়ে দেবে। হয়ত নইলে ওকে ব্যাটিং অর্ডারেও কখনও ওপরে, কখনও নীচে রাখা হবে।"
প্রথম টি-টোয়েন্টিতে ময়ঙ্ক যাদব অভিষেকেই নজর কেড়েছিলেন। নিজের প্রথম আন্তর্জাতিক ওভার মেডেন দিয়েছিলেন লখনউ সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলা এই তরুণ পেসার। ম্য়াচে তুলে নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটও।