দুবাই: আজ ৮ অক্টোবর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কিন্তু শুধু এই দু দেশের লড়াইয়ে দু দেশের সমর্থকরাই নন। এই খেলায় চোখ রাখবেন ভারতীয় ক্রীড়াপ্রেমারীও। দুটো দলই এর আগে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারতকে হারিয়ে দিয়েছে যথাক্রমে। কিন্তু আজকের ম্য়াচে এই দু দলের লড়াইয়ের ফল হয়ত এ গ্রুপ থেকে কারা সেমিতে পৌঁছবে তার একটা রূপরেখা তৈরি করে দেবে। 


নিজেদের প্রথম ম্য়াচে ৫৮ রানে হেরে গিয়েছিল ভারত। কিউয়িদের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল হরমনপ্রীত কৌরের দলকে। তবে দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতের মেয়েরা। ভারতের আর দুটো ম্য়াচ বাকি রয়েছে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের দুটো ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। স্মৃতিদের জন্য সেমির টিকিট মিলবে তখনই যদি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড তাদের শেষ গ্রুপ ম্য়াচে হারে। 


নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের রান রেট +২.৯। একটি ম্য়াচে হার খুব একটা সমস্য়ায় ফেলবে না তাঁদের। পয়েন্ট টেবিলেও খুব একটা বদল হবে না হয়ত। এই পরিস্থিতিতে যদি আজ মঙ্গলবার কিউয়িরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। তবে আগামী ১৩ অক্টোবর হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচটি রীতিমত অঘোষিত কোয়ার্টার ফাইনাল হতে চলেছে বলাই যায়। 


 






এদিকে, যদিও পাকিস্তান বধের পরেই অস্বস্তিতে ভারতীয় শিবির। কারণ, পাকিস্তানের ব্যাটার নিদা দারকে আউট করে আগ্রাসী মেজাজে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলায় ভর্ৎসিত হলেন অরুন্ধতী রেড্ডি। পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে অভিজ্ঞ ব্যাটারকে আউট করেন ভারতের পেসার অরুন্ধতী। তারপরই আগ্রাসী ভাবে ড্রেসিংরুমের রাস্তা দেখান নিদাকে। তাঁর এই আচরণ ক্রিকেটের আদর্শ আচরণবিধির বিরোধী। আইসিসি আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। সেই ধারায় বলা হয়েছে, 'আন্তর্জাতিক ম্যাচে কোনও ব্যাটারকে আউট করার পর অবমাননাকর ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ গ্রহণযোগ্য নয়।' অরুন্ধতী সেই নিয়ম ভেঙেছেন এবং তাঁকে সতর্ক করা হয়েছে।


আগামীকাল ৯ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।