নয়াদিল্লি: দিনকয়েক আগেই কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নাম ঘোষণা করেছিল রাজস্থান রয়্যালস (Rajsthan Royals)। এবার ফের এক বড় ঘোষণা পশ্চিম ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজির। দ্রাবিড়ের সঙ্গে জুটি বাঁধছেন আরও এক বিশ্বজয়ী কোচ।


মাসকয়েক আগে ওয়েস্ট ইন্ডিজ়ে ভারতীয় দলের দীর্ঘ আইসিসি ট্রফির খরা কাটে। ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। রাজস্থান রয়্যালসও কিন্তু প্রথম আইপিএল ট্রফি জয়ের পর নিজেদের ক্যাবিনেটে দ্বিতীয় ট্রফি আনতে বারবার ব্যর্থ হয়েছে। অপেক্ষায় কেটে গিয়েছে ১৬ মরশুম। টিম ইন্ডিয়ার মতোই ট্রফি জয়ের দীর্ঘ প্রতীক্ষা শেষ করতে এবার বিশ্বজয়ী যুগলেই মেলবন্ধন ঘটাল রাজস্থান। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করার জন্য দলের ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করা হল বিক্রম রাঠৌরকে (Vikram Rathour)।  


 






 


জল্পনা ছিলই, সেই জল্পনা সত্যি করে আজই সরকারিভাবে রাজস্থানের তরফে প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচকে নতুন ভূমিকায় নিয়োগ করার কথা জানানো হয়। ফের একবার রাঠৌরের সঙ্গে কাজ করার প্রসঙ্গে রাজস্থানের নবনির্বাচিত কোচ রাহুল দ্রাবিড় বলেন, 'দীর্ঘদিন ধরে বিক্রমের সঙ্গে কাজ করেছি আমি। ওর শান্ত স্বভাব, টেকনিক্যাল জ্ঞান এবং ভারতীয় পরিবেশের সঙ্গে পরিচিতি ওকে রাজস্থান রয়্যালসের জন্য একদম উপযুক্ত কোচ করে। ভারতীয় দলের হয়ে আমরা সাফল্য এনে দিয়েছি। আবার ওর সঙ্গে কাজ করতে পারব ভেবে আমি উচ্ছ্বসিত। তরুণ প্রতিভাদের সঙ্গে কাজ করা এবং অভিজ্ঞদের নিজেদের সেরাটা দিতে উদ্বুদ্ধ করায় ওর জুড়ি মেলা ভার। রাজস্থান রয়্যালসে বিশ্বমানের এক দল তৈরি করার লক্ষ্যে ওর থাকাটা দারুণ লাভদায়ক হবে।'


ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন ছাড়াও জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব সামলেছেন জাতীয় দলের হয়ে ছয় টেস্ট ও সাত ওয়ান ডে খেলা বিক্রম রাঠৌর। পাঞ্জাব এবং হিমাচলকে কোচিংও করিয়েছেন তিনি। সদ্যই নিউজ়িল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা হয়েছিলেন বিক্রম রাঠৌর। নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তিনি বলেন, 'রয়্যালস পরিবারের অংশ হতে পারাটা সৌভাগ্যের। রাহুলের সঙ্গে পুনরায় কাজ করার সুযোগ পাওয়াটা বেশ উৎসাহত করছে আমায়। রয়্যালস এবং দেশের হয়ে শীর্ষ স্তরের ক্রিকেটার তৈরি করে চ্যাম্পিয়নশিপ জেতাটাই আমার লক্ষ্য।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: এ শহরেই বসবে আইপিএল নিলামের আসর? কবে আয়োজিত হবে?