চেন্নাই: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দিকে সবাই তাকিয়ে আছে এখন। ভারত একদিকে যেমন টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রেখে বৃহস্পতিবার মাঠে নামবে। অন্যদিকে পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে এসে রীতিমত উদ্বুদ্ধ বাংলাদেশ শিবির। শক্তিশালী রোহিত, বুমরাদের বিরুদ্ধে শান্ত, তাসকিনরা কতটা বেগ দিতে পারবে, সময়ই বলবে। তবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি পরিসংখ্য়ানের দিকে-


ভারত বনাম বাংলাদেশ মোট টেস্ট: ১৩


ভারত জয়ী: ১১      বাংলাদেশ জয়ী: ০        ড্র: ২


সর্বাধিক রান সংগ্রাহক: সচিন তেন্ডুলকর (৮২০)


সর্বাধিক উইকেট শিকারি: জাহির খান (৩১)


দলগত সর্বাধিক রান: ভারত (৬৮৭/৬ ডি.) (হায়দরাবাদ, ২০১৭)


সর্বনিম্ন দলগত রান: বাংলাদেশ (৯১) (ঢাকা, ২০০০)


...........


সর্বাধিক ব্যক্তিগত স্কোর: সচিন তেন্ডুলকর (২৪৮ অপরাজিত, ঢাকা, ২০০৪)


ইনিংসে সেরা বোলিং স্পেল: জাহির খান (৮৭/৭, ঢাকা, ২০১০)


ম্য়াচে সেরা বোলিং স্পেল: ইরফান পাঠান (৯৬/১১, ঢাকা, ২০০৪)


এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটার।


প্রাক্তন কিউয়ি তারকা ও কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্য়াকালাম এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন। তিনি ৩৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। যশস্বী জয়সওয়াল সেখানে চলতি বছর ক্যালেন্ডার বর্ষে মোট ২৬টি ছক্কা হাঁকিয়েছেন। ২০২৪ সালে টেস্টে এই ২৬টি ছক্কা হাঁকিয়েছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বাঁহাতি ওপেনার। ২০২২ সালে বেন স্টোকস এই সমসংখ্যক ছক্কা হাঁকিয়েছিল। চলতি বছর ভারত আরও নয়টি টেস্টে খেলতে নামবে। অর্থাৎ জয়সওয়ালের সামনে সুযোগ থাকছে নিজের নামে আলাদা রেকর্ড গড়ার। 


বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহুল দ্রাবিড়কে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে বিরাটের সামনে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ দ্রাবিড় নিজের ১৬৪টি টেস্ট ম্য়াচের কেরিয়ারে মোট ১১ বার ম্যাচের সেরা হয়েছেন। কোহলি এখনও পর্যন্ত মোট ১০৮ টেস্ট ম্য়াচ খেলেছেন। কিন্তু এরমধ্যেই ১০ বার ম্য়াচের সেরার পুরস্কার জিতে নিয়েছেন। নিশ্চিতভাবেই বিরাটের সামনে সুযোগ থাকছে দ্রাবিড়কে টেক্কা দেওয়া আসন্ন সিরিজেই। 


রান করার নিরিখেও নজির গড়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৯১ ইনিংস খেলে বিরাট ২৬,৯৪২ রান করছেন। আর যদি ৫৮ রান করতে পারেন তিনি আসন্ন ২ ম্য়াচে। তবে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৬০০ ইনিংসের থেকে কম ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূরণ করার মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।