নয়াদিল্লি: তারকা ত্রয়ীর অবসর, নতুন টেস্ট অধিনায়কের জমানা শুরু, একাধিক কারণে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ের (ENG vs IND) দিকে নজর রাখবেন ক্রিকেটপ্রেমীরা। তরুণ ভারতীয় দল এবং দলের অধিনায়ক শুভমন গিল কেমন পারফর্ম করেন, তা দেখতে সকলেই আগ্রহী। আর বেশি অপেক্ষা নয়, রাত পোহালেই লিডসের হেডিংলেতে শুরু হয়ে যাবে পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্ট (ENG vs IND 1st Test)।
কোথায়, কখন, কীভাবে দেখবেন খেলা, জেনে নেওয়া যাক এই হাইভোল্টেজ সিরিজ়ের সম্প্রচার সংক্রান্ত না না খুঁটিনাটি।
কবে, কাদের ম্যাচ?
ভারত ও ইংল্যান্ড ২০ জুন, শুক্রবারে প্রথম টেস্টে একে অপরের মুখোমুখি হবে।
কোথায় আয়োজিত হবে প্রথম টেস্ট?
লিডসের হেডিংলে ক্রিকেট মাঠে এই প্রথম টেস্ট ম্যাচটি আয়োজিত হবে।
কখন শুরু হবে প্রথম টেস্ট?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩.৩০ টায় মাঠে প্রথম বল গড়াবে, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর তিনটেয়।
কোথায় দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকের ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টটি দেখা যাবে সোনি স্পোর্ট নেটওয়ার্কের একাধিক চ্যানেলে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে এই প্রথম টেস্টটি।
টেস্ট ম্যাচ শুরু হতে অল্প সময় বাকি, তবে প্রায় দুই দিন আগেই প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেনে তিনজন ফাস্টবোলারকে বেছে নিয়েছে। এছাড়াও, বেন স্টোকসও রয়েছেন, যিনি ফাস্ট বোলিং করতে পারেন। শোয়েব বশির একমাত্র স্পিনার। দলে আরসিবির হয়ে সম্প্রতি আইপিএলে খেলা জেকব বেথেলের কোনও জায়গা হয়নি। তবে ফাস্ট বোলিংয়ে ক্রিস ওকসের প্রত্যাবর্তন ঘটেছে। তিনি ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে ইংল্যান্ড লায়ান্সের হয়েও মাঠে নেমেছিলেন।
প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ:-
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোশ টাং এবং শোয়েব বশির।
ভারতীয় দল অবশ্য এখনও নিজেদের একাদশ ঘোষণা করেনি। তবে এই টেস্টের আগে ভারতীয় দলের ১৯তম ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন হর্ষিত রানা।
ভারতের টেস্ট দল:-
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুন নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, হর্ষিত ও কুলদীপ যাদব।