কটক: তিনশোর বেশি রান বোর্ডে তুলে ফেলল ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোর পরই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারতের মাটিতে স্পিন আক্রমণের সামনে রীতিমত অসহায় মনে হচ্ছিল বাটলার বাহিনীকে। এমনকী নাগপুরে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ইংল্যান্ড শিবির। কিন্তু দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে কিন্তু একেবারে অন্য ছবি ধরা পড়ল। অর্ধশতরানের ইনিংস খেললেন ইংল্য়ান্ড ওপেনার বেন ডাকেট ও অভিজ্ঞ ব্যাটার জো রুট। প্রথমে ব্যাট করতে নেমে ৩০৪ বোর্ডে তুলে ফেলল ইংল্য়ান্ড।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এদিন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ভারতীয় একাদশে চোট সারিয়ে ফিরেছেন বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালের পরিবর্তে বিরাট ফিরে এসেছেন একাদশে। অন্য়দিকে, বরুণ চক্রবর্তীর এদিন ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক হল। কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওপেনিংয়ে নেমেছিলেন ইংল্য়ান্ডের বেন ডাকেট ও ফিল সল্ট। আগের ম্য়াচে রান পাননি। কিন্তু এদিন ওপেনিং জুটি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। ১০.৫ ওভারেই বোর্ডে ৮১ রান তুলে নেয় ইংল্য়ান্ড। এরপরই প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন বরুণ চক্রবর্তী। বল হাতেও এদিন খুব একটা খারাপ পারফর্ম করলেন না ১০ ওভারের স্পেলে ৫৪ রান খরচ করে ১ উইকেট তুলে নেন তিনি। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে বেন ডাকেট ১০টি বাউন্ডারির সঙ্গে ৫৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। অন্য়দিকে, তারকা ব্রিটিশ ব্যাটার জো রুট ফের একবার তাঁর প্রয়োজনীয়তা বোঝালেন। ৭২ বলে ৬৯ রানের ইনিংস খেলেন রুট। বাটলার ৩৪ রান করেন। এদিন বিধ্বংসী মেজাজ দেখা গেল না তাঁর। তবে স্লগ ওভারে ৩২ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। ২টো বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে নেমে আদিল রশিদ ৫ বলে ১৪ রান করেন। মহম্মদ শামিকে এক ওভারে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ইংল্য়ান্ডের স্কোর তিনশোর গণ্ডি পার করিয়ে দেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে হর্ষিত রানা, মহম্মদ শামি, হার্দিক পাণ্ড্য ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন।