কটক: দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ভারতীয় একাদশে (Indian Cricket Team XI) ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। চোটের জন্য প্রথম ম্য়াচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু কোহলির চোট যে খুব একটা গুরুতর নয়, তা আগেভাগেই জানিয়েছিলেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল। প্রথম ম্যাচের পর গিল বলেছিলেন, 'চিন্তার কোনও কারণ নেই, তেমন গুরুতর কিছু হয়নি। প্রথম ম্য়াচের আগে অনুশীলনের সময় তো ওঁ ঠিকই ছিলেন। ম্যাচের দিন সকালে উঠে ও ওঁর হাঁটুতে হালকা ফোলাভাব দেখে এই যা। নিশ্চিতভাবেই দ্বিতীয় ওয়ান ডেতে ওঁকে খেলতে দেখা যাবে।' ঠিক সেই মতই তিনি ফিরলেন প্রথম একাদশে কটকে। তাঁর ফেরায় রিজার্ভ বেঞ্চে বসতে হল যশস্বী জয়সওয়ালকে। প্রথম ম্য়াচে রোহিতের সঙ্গে ওপেনে নেমেছিলেন যশস্বী।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি একাদশে অটোমেটিক চয়েস হয়ে ওঠা বরুণ চক্রবর্তী ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক করলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন। প্রতি ম্য়াচেই নাকানিচোবানি খাইয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটারদের। জাতীয় দলের জার্সতে ১২টি টি-টোয়েন্টি ম্য়াচে এখনও পর্যন্ত ৩১ উইকেট নিয়েছেন বরুণ। সবচেয়ে বেশি বয়সে ভারতের জার্সিতে ওয়ান ডে অভিষেক হওয়া ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে এই মুহূর্তে বরুণ। তিনি ৩৩ বছর ১৬৪ দিন বয়সে ওয়ান ডে-তে অভিষেক করলেন। তাঁর আগে শুধু রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি ফারুখ ইঞ্জিনিয়ার। ৩৬ বছর ১৩৮ দিন বয়সে অভিষেক করেছিলেন ওয়ান ডে ফর্ম্য়াটে তিনি।
এই ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ইংল্য়ান্ড শিবিরও তাঁদের দলে তিনটি পরিবর্তন করেছে। অভিজ্ঞ মার্ক উড ফিরেছেন একাদশে। এছাড়াও দলে ফিরেছেন গাস অ্য়াটকিনসন ও জেমি ওভারটন।
উল্লেখ্য, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে ভারতীয় দলের নবনিযুক্ত ব্যাটিং কোচ সীতাংশু কোটাক কোহলির ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা গিলের সুরেই কথা বললেন। তিনি জানান, 'কোহলি ফিট। এখানে অনুশীলন করতে প্রস্তুত এবং মাঠে নামতেও তৈরি।' তাঁকে শনিবার ভারতীয় দলের অনুশীলনেও দেখা যায়। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন কার স্থানে কোহলি ভারতীয় একাদশে খেলবেন?