বার্মিংহাম: এজবাস্টনে আজ থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড (India vs England 2nd Test)। এই টেস্টে একাদশে এক, দুই নয়, তিন তিনটি বদল ঘটিয়ে মাঠে নেমেছে ভারত। এই তিন বদলের মধ্যে অন্যতম হল যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) বদলে আকাশ দীপের দলে আসা। এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু একেবারেই সহমত হতে পারছেন না প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। 

সিরিজ় শুরুর আগেই কোচ গৌতম গম্ভীর থেকে যশপ্রীত বুমরা স্বয়ং জানিয়েছিলেন যে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের তিনটি টেস্ট ম্যাচই খেলবেন। তাই প্রথম টেস্টের পর তিনি আদৌ দ্বিতীয় টেস্টে খেলবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। শেষমেশ বুমরাকে বিশ্রামই দেওয়া হয়। টসে অধিনায়ক শুভমন গিল জানান দলের তারকা বোলারের ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই তাঁকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছ। তবে এই সিদ্ধান্ত একেবারেই যেন মেনে নিতে পারছেন না শাস্ত্রী।

সাত দিনের অন্তরালে ম্যাচ হওয়া সত্ত্বেও বুমরা যথেষ্ট বিশ্রাম পাননি, এই তত্ত্বই মানতে নারাজ প্রাক্তন ভারতীয় কোচ। তিনি Sky Sports-এ বলেন, 'ভারতীয় দলের ক্ষেত্রে এই টেস্ট ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি করে টেস্ট ম্যাচ হারার পর এখানে প্রথম টেস্টেও হেরেছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব যে কোনও দল জয়ে ফিরতে চাইব। তোমার দলে বিশ্বের সেরা ফাস্ট বোলার রয়েছে, আর তাকে সাত দিনের বিরতির পর তুমি খেলালে না। এটা মেনে নেওয়াটা খুব কঠিন।'

শাস্ত্রীর মতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তটা খেলোয়াড়দের হাতে একেবারেই ছাড়া উচিত নয়। অধিনায়ক ও কোচের সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। 'ওরা এক সপ্তাহ বিশ্রাম পেয়েছিল। আমার মনে হয় এই সিদ্ধান্তটা খেলোয়াড়ের হাতে থাকা উচিত নয়, বরং কোচ ও অধিনায়ক মিলে কে খেলবে, কে খেলবে না, সেই সিদ্ধান্ত নেবে। এটা তো সিরিজ়ের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই অন্য যে কোনও ম্যাচের থেকে এই ম্যাচে ওর বেশি করে খেলা উচিত ছিল। লর্ডসের কথা পরে ভাবা যাবে। কিন্তু এই টেস্টেই তো আগে পাল্টা আঘাত হানাটা জরুরি ছিল।' বলেন তিনি।

বুমরার না খেলার পাশাপাশি সাই সুদর্শনকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তেও কিন্তু হতাশ শাস্ত্রী। এবার দেখার বিষয় বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দল কেমন পারফর্ম করে।

''