মুম্বই: রান আসছিল না ব্যাটে। প্রবল সমালোচনা সহ্য করতে হচ্ছিল দেশজুড়ে। আপাতত সব সমালোচকদের জন্য মুখের ওপর জবাব দিয়ে দিয়েছেন ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে। কটকের বারাবাটি স্টেডিয়ামে রোহিতের শতরানের ওপর ভর করেই ইংল্যান্ডের করা তিনশোর বেশি রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। কেরিয়ারের ৩২ তম ওয়ান ডে শতরান হাঁকিয়ে ফেলেছেন হিটম্য়ান। যা প্রায় ১৬ মাস পর এল। প্রক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না যদিও মনে করেন রোহিত আমদাবাদেও সেঞ্চুরি হাঁকাবেন। অর্থাৎ ৩৩ তম ওয়ান ডে শতরান চলতি সিরিজেই চলে আসতে পারে।
ধারাভাষ্যকার হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন রায়না এই মুহূর্তে চলতি সিরিজে। রবিবার রোহিতের ইনিংস দেখার মাঝেই বলে ওঠেন, ''আমি বলেছিলাম যে দিনটা রোহিতের হতে চলেছে। কটকে অন্য মুডে ছিল ও। ফিল্ডিংও দুর্দান্ত। ও কতটা বড় মাপের প্লেয়ার তা আরও একবার বুঝিয়ে দিল। সিরিজ জিতে গিয়েছে ভারত। আর যেভাবে জিতেছে, তা সত্যিই অবিশ্বাস্য। আমদাবাদে সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই নামবে ভারত। আমি বলে দিচ্ছি রোহিতের ৩৩ তম শতরানও চলে আসতে পারে আমদাবাদে।''
রায়না আরও বলছেন, ''প্রথম যে ছক্কাটি ও খেলেছিল। সেই 'ভি' শটটা শুধু দেখার মত ছিল। স্পিনারকে এত সুন্দরকে করে কেউ খেলতে পারে, তা ভাবাই যায় না। প্রতিটা বাউন্ডারি ও ছক্কা হাঁকানোর পর নিজেকে সময় দিচ্ছিল রোহিত। স্ট্রাইক রেট বজায় রেখে খেলছিল। অনেকদিন পর চেনা রোহিতকে দেখতে পেলাম আমরা।''
এদিকে, কটকের ইনিংস খেলার পথেই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে খেলতে নেমে সবচেয়ে বেশি রান রয়েছে বীরেন্দ্র সহবাগের ঝুলিতে। তিনি ৩২১ ম্য়াচে ১৫.৭৫৮ রান করেছেন মোট। তালিকায় রোহিত শর্মা দ্বিতীয় স্থানে উঠে এলেন কটক ম্য়াচের পর। ৩৪৩ ম্য়াচে ১৫,৪০৪ রান করেছেন ভারত অধিনায়ক এখনও পর্যন্ত। সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ৩৪৬ ম্য়াচে ১৫,৩৩৫ রান। লিটল মাস্টার সুনীল গাওস্কর ওপেনার হিসেবে ২০২ ম্য়াচ খেলে ১২,২৫৮ রান করেছেন। তালিকায় পঞ্চম স্থানে আছেন শিখর ধবন। ২৬৮ ম্য়াচে ১০,৮৬৭ রান করেছেন প্রাক্তন বাঁহাতি ব্যাটার। রবিবার নিজের ইনিংসে খেলার ফাঁকে ১২টি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান হিটম্য়ান। আদিল রাশিদকে স্টেপ আপ করে ছক্কা হাঁকিয়ে নিজের শতরান পূরণ করেছিলেন রোহিত।