করাচি: ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দুর্দান্ত অভিষেক। তাও আবার রেকর্ড গড়ে। আন্তর্জাতিক ওয়ান ডে ম্য়াচে প্রথম ওপেনার হিসেবে দেড়শো প্লাস স্কোর করার নজির গড়লেন প্রোটিয়া ওপেনার ম্যাথু ব্রিৎজকে। শ্রীলঙ্কা-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তানের মাটিতে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্য়াচেই নজির গড়লেন ব্রিৎজকে।

ওয়ান ডে ক্রিকেট শুরু হয়েছে ৫৪ বছর ধরে। ৪৭ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের ডেসমনি হেয়ন্স ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই ছিল অভিষেক ওয়ান ডে ইনিংসে এতদিন ব্যক্তিহত সর্বোচ্চ রান। কিন্তু তাঁকেও টেক্কা দিয়ে দিলবেন প্রোটিয়া ওপেনার।

 

২০২১ সালে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রহমনউল্লাহ গুরবাজ অভিষেক ওয়ান ডে ইনিংসে ১২৭ রান করেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম জিম্বাবোয়ের বিরুদ্ধে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন ওয়ান ডে অভিষেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসের মাঝে ম্য়াথু বলেন, ''আমি ক্রিজে টিকে থাকতে চেয়েছিলাম। নিজের আত্মবিশ্বাস বাড়ানোটাই প্রথম লক্ষ্য ছিল আমার। ক্রিজে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি।'' উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রান বোর্ডে তুলে নিয়েছে নির্ধারিত ৫০ ওভারে। 

কটকে রেকর্ড রোহিতের 

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে খেলতে নেমে সবচেয়ে বেশি রান রয়েছে বীরেন্দ্র সহবাগের ঝুলিতে। তিনি ৩২১ ম্য়াচে ১৫.৭৫৮ রান করেছেন মোট। তালিকায় রোহিত শর্মা দ্বিতীয় স্থানে উঠে এলেন কটক ম্য়াচের পর। ৩৪৩ ম্য়াচে ১৫,৪০৪ রান করেছেন ভারত অধিনায়ক এখনও পর্যন্ত। সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ৩৪৬ ম্য়াচে ১৫,৩৩৫ রান। লিটল মাস্টার সুনীল গাওস্কর ওপেনার হিসেবে ২০২ ম্য়াচ খেলে ১২,২৫৮ রান করেছেন। তালিকায় পঞ্চম স্থানে আছেন শিখর ধবন। ২৬৮ ম্য়াচে ১০,৮৬৭ রান করেছেন প্রাক্তন বাঁহাতি ব্যাটার। ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলে। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ইনিংস খেলার জন্য ম্য়াচের সেরার পুরস্কারও জিতেছেন হিটম্য়ান। রবিবার রোহিত সেঞ্চুরি পূরণ করেন আদিল রশিদকে ছক্কা হাঁকিয়েই। অনেক রোহিত-অনুরাগী এমনটাই আশা করছিলেন। হলও তাই।