বার্মিংহ্যাম: ইংল্যান্ড সফরের শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতীয় দলের জন্য়। হেডিংলে টেস্টে জয় ছিনিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। তবে দ্বিতীয় টেস্টের আগে আরও চাপ বাড়তে চলেছে টিম ইন্ডিয়ার জন্য। কারণ প্রথম টেস্টে দলের সেরা ক্রিকেটার জসপ্রীত বুমরাকেই নাকি বসিয়ে দেওয়া হচ্ছে বার্মিংহ্যামে। এমনকী শুধু বুমরাই নন, সাই সুদর্শনকেও প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে।

হেডিংলে টেস্টে ৪৪ ওভার বল করেছিলেন বুমরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর পারছিলেন না। ৫ উইকেট প্রথম ইনিংসে নিয়েছিলেন ২৫ ওভার বল করে, আর দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করলেও কোনও উইকেট নিতে পারেননি। তার অন্য়তম কারণ শার্দুল ঠাকর, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ তিনজনের কেউই সেভাবে ছাপ ফেলতে পারেননি। তার জন্যই চাপ বেড়েছিল বুমরার ওপর। দ্বিতীয় টেস্টে তাই ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে।

বুমরা ছাড়াও ২০ উইকেট নিতে পারেননি ভারতীয় বোলিং লাইন আপ। তবে বুমরা ছাড়া বাকি বোলাররা বার্মিংহ্যামে কতটা প্রভাব ফেলতে পারেন, তা দেখার। এদিকে, শুধু বুমরাই নন। দ্বিতীয় টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন সাই সুদর্শনও। প্রথম টেস্টে দুটো ইনিংসেই বড় রান ককরচে পারেননি। তার জন্যই সুদর্শনকে বসানো হতে পারে রিজার্ভে। সেক্ষেত্রে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া হতে পারে।

ইংল্যান্ড স্কোয়াডে ঢুকলেন জোফ্রা আর্চার

দ্বিতীয় টেস্টের দলে এক্সপ্রেস গতির ফাস্টবোলারকে দলে ডেকে নিল ইংল্যান্ড । বল হাতে যিনি ভারতের আতঙ্ক হয়ে উঠতে পারেন । ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারেন। গতির সঙ্গে বাউন্স ও স্যুইংয়ের মিশেলে ভয়াবহ হয়ে উঠতে পারেন। তিনি, জোফ্রা আর্চার । ২০২১ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আর্চার । নির্বাচক লিউক রাইট আগেই জানিয়েছিলেন সাসেক্সের বিরুদ্ধে চার দিনের ম্যাচটা যদি আর্চার খেলতে পারেন, তাহলে ওঁর নাম দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে । ফিট হয়ে উঠেছেন আর্চার । চার বছর পর লাল বলের ক্রিকেট খেলেছেন তিনি । রবিবার থেকে সাসেক্সের হয়ে কাউন্টি ম্যাচে নেমেছিলেন জোফ্রা আর্চার । ১৮ ওভার বল করেছেন সেই ম্যাচে । ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ।