নাগপুর: ওয়ান ডে সিরিজে প্রথম ম্য়াচের জন্য ইংল্য়ান্ডের একাদশ ঘোষণা করা হল। দলে ফিরেছেন জো রুট (Joe Root)। ২০২৩ সালে নভেম্বর ভারতের মাটিতে বিশ্বকাপ চলার সময় শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে খেলেছিলেন রুট। এরপর থেকে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটেও তাঁকে দেখা যায়নি। শুধুমাত্র টেস্ট ফর্ম্য়াটে দেখা গিয়েছিল রুটকে। তবে ইংল্যান্ড দলের টি-টোয়েন্টিতে ভরাডুবি ও রুটের সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রেখেই তাঁকে ওয়ান ডে সিরিজের জন্য দলেও রাখা হয়েছে। আগামীকাল বিদর্ভ ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মাঠে দুই দল খেলতে নামবে।
IND vs ENG: দলে ফিরলেন জো রুট, প্রথম ওয়ান ডে ম্য়াচের ইংল্য়ান্ডের একাদশে বড় চমক
ABP Ananda | Goutam Roy | 05 Feb 2025 10:32 PM (IST)
England Cricket Team: ইংল্যান্ড দলের টি-টোয়েন্টিতে ভরাডুবি ও রুটের সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রেখেই তাঁকে ওয়ান ডে সিরিজের জন্য দলেও রাখা হয়েছে। ব্যাটিং বিভাগে ভারসাম্য বাড়াবেন রুট।
ইংল্যান্ড ক্রিকেট দল