আমদাবাদ: ঘরের মাঠে খেলতে পারছেন না শহরের সবচেয়ে বড় তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) থেকেও ছিটকে গিয়েছেন। যশপ্রীত বুমরাকে ছাড়া ভারতীয় দলের বোলিং আক্রমণ কীরকম দাঁড়ায়, অনেকেই তা নিয়ে উৎকণ্ঠায়।
যদিও বুমরার ঘরের মাঠে ভারতীয় বোলিংয়ের ছবিটা দেখে অনেকেই ইতিবাচক হয়ে উঠছেন। বুধবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আশ্বস্ত করার মতোই পারফরম্যান্স ভারতীয় বোলারদের। বিশেষ করে বুমরার পরিবর্তে ওয়ান ডে দলে যাঁকে নেওয়া হয়েছে, সেই হর্ষিত রানা প্রত্যেক ম্যাচেই চাপের মুখে পারফর্ম করছেন। বুধবারও যিনি নিলেন ২ উইকেট। শিকারের তালিকায়? জস বাটলার ও হ্যারি ব্রুক। ইংল্যান্ডের ব্যাটিংয়ের স্তম্ভ।
ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ৩৫৬ রান। জবাবে ৩৪.২ ওভারে মাত্র ২১৪ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ১৪২ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারাল ভারত। সেই সঙ্গে ওয়ান ডে সিরিজে ইংরেজদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে যা ভারতীয় শিবিরের মনোবল বাড়াবে।
টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। ওয়ান ডে সিরিজের দিকে অবশ্য অনেক বেশি আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। কারণ এই সিরিজের পরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে ভারত। নিজেদের কম্বিনেশন দেখে নেওয়ার জন্য রোহিত শর্মাদের শেষ সুযোগ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধেই।
সিরিজ শেষে গুরু গৌতম গম্ভীর বা অধিনায়ক রোহিত শর্মার প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ। রোহিত নিজে রান পেয়েছেন, শুভমন গিল বুধবার সেঞ্চুরি করলেন। বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা রান পেয়েছেন। বোলাররা উইকেট তুলেছেন।
ভারত প্রথমে ব্যাট করে ৩৫৬ রান তোলার পরই চালকের আসনে বসে গিয়েছিল। তবু মনে করা হয়েছিল, পাল্টা লড়াই করবে ইংল্যান্ড। যদিও ম্যাচে দেখা গেল অন্য চিত্র। ভারতীয় বোলারদের সামনে আত্মসমর্পণ করলেন ইংরেজ ব্যাটাররা।
আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে তখন বাজছে বন্দেমাতরম। গলা মিলিয়েছেন মাঠে হাজির হাজার হাজার ক্রিকেটপ্রেমী। যে দৃশ্য মনে করাচ্ছিল ভারত টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি নিয়ে রোহিত-কোহলিদের উৎসবের ছবিটা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় শিবির আত্মবিশ্বাসে ফুটছে।
আরও পড়ুন: উদাহরণ তৈরি করলেন গম্ভীর, চোখ, কিডনি-সহ আর কোন অঙ্গদানের অঙ্গীকার?