কলকাতা: অঙ্গদান (Organ Donation) মানে জীবন দান। মানুষের পাশে থাকার সেরা উপায়। অঙ্গদানের অঙ্গীকারবদ্ধ হতে সকলকে উৎসাহিত করে তুলতে বুধবার আমদাবাদের ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় ওয়ান ডে ম্যাচে বিশেষ প্রচার চালাচ্ছে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারেরা সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন।


আর সেই দিনই প্রকাশ্যে এল বড় এক খবর। জানা গেল, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) নিজেই এক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করেছেন। কীভাবে? গম্ভীরের ঘনিষ্ঠ মহল থেকে এবিপি আনন্দকে বলা হল, ইতিমধ্যেই এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন গম্ভীর। মরণোত্তর চক্ষুদান তো করছেনই, পাশাপাশি হৃদপিণ্ড, যকৃৎ ও কিডনি দান করার অঙ্গীকার করেছেন গম্ভীর।


আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে






ভারতীয় দলের কোচ বুধবার হাজির রয়েছেন আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে গম্ভীরের ঘনিষ্ঠ বৃত্তে থাকা কয়েকজনও রয়েছেন।


সেখান থেকেই জানা গেল, অঙ্গদানের ব্যাপারে ইতিমধ্যেই এক কদম বাড়িয়ে রেখেছেন গম্ভীর। বলা হল, নিজের দুই চোখ, হার্ট, লিভার ও কিডনি মরণোত্তর দান করার অঙ্গীকারপত্রে সইসাবুদও সেরে রেখেছেন গম্ভীর। পাশাপাশি তিনি ঘনিষ্ঠ বৃত্তে থাকা সকলকে অঙ্গদানের অঙ্গীকার করার জন্য উৎসাহিতও করে থাকেন বলে খবর।


অঙ্গদান নিয়ে মানুষকে উৎসাহী করে তুলতে বুধবার একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে, মরণোত্তর অঙ্গদান করে জীবন বাঁচানো নিয়ে প্রচার চালানো হবে আমদাবাদে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় ওয়ান ডে ম্যাচে। জয় শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘প্রেরণা জোগানোর, ঐক্যবদ্ধ করার ও প্রভাব বিস্তার করার ক্ষমতা রয়েছে খেলাধুলোর। এই উদ্যোগের মাধ্যমে আমরা সকলের কাছে আবেদন করব এক কদম এগিয়ে এসে সবচেয়ে দামি উপহারটা দেওয়ার জন্য। যে উপহারের নাম হল জীবন।’


ঘটনা হচ্ছে, আমদাবাদই হচ্ছে জয় শাহর শহর। গুজরাত ক্রিকেট সংস্থা থেকেই ক্রিকেট প্রশাসনে নিজের ইনিংস শুরু করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র।


অঙ্গদানের প্রয়োজনীয়তা নিয়ে প্রচার চালাতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটারেরাও। বিরাট কোহলি, শুভমন গিলরা সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের কাছে মরণোত্তর অঙ্গদানের আর্জিও জানিয়েছেন।


আরও পড়ুন: আইপিএল শুরুর আগে বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার