লর্ডস: বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন তিনি । বেন ডাকেটকে আউট করে বড় ধাক্কা দেন ইংল্যান্ড ইনিংসকে । যদিও সেই উইকেট নেওয়ার পর সেলিব্রেট করে বিপাকে পড়লেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) । আগ্রাসনের খেসারত দিতে হল হাদরাবাদের ডানহাতে পেসারকে । আচরণবিধি ভাঙার জন্য তাঁকে মোটা জরিমানা করা হল ।
লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের সময় আইসিসি আচরণবিধির লঙ্ঘনের জন্য মহম্মদ সিরাজের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে । আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, "সিরাজকে আইসিসি আচরণবিধির ধারা ২.৫-এর লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে (যা কোনও আন্তর্জাতিক ম্যাচের সময় ব্যাটার আউট হওয়ার পরে তাঁকে উদ্দেশ্য করে ভাষাপ্রয়োগ, ব্যবহার বা অঙ্গভঙ্গি করা ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করার সঙ্গে সম্পর্কিত) ।"
মহম্মদ সিরাজকে কী কারণে সাজা দেওয়া হয়েছে
বেন ডাকেটের উইকেট নেওয়ার পরে সিরাজ তাঁর ফলো থ্রু-তে ব্যাটারের কাছে গিয়ে উদযাপন করেন এবং যখন ব্যাটার বেন ডাকেট লর্ডসের ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন ডাকেটের সঙ্গে ধাক্কাও লাগে । দুই ক্রিকেটারের কাঁধে ধাক্কা লেগেছিল ।
জরিমানার পাশাপাশি, মহম্মদ সিরাজের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে । ২৪ মাসে এটি সিরাজের দ্বিতীয় অপরাধ ছিল, অর্থাৎ তাঁর ২ ডিমেরিট পয়েন্ট হয়েছে ।
যখন কোনও খেলোয়াড়ের ২৪ মাসের সময়সীমায় চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হয়, তখন সেগুলিকে সাসপেনশন পয়েন্টে পরিবর্তন করা হয় এবং প্লেয়ারের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয় ।
আজ তৃতীয় টেস্টের নির্ণায়ক দিন
লর্ডসে তৃতীয় টেস্টের আজ নির্ণায়ক দিন । ভারতের জয়ের জন্য ১৩৫ রান দরকার ছিল । ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬ উইকেট । তবে শুরুতেই তিন উইকেট হারিয়ে বেশ চাপে ভারত । আপাতত ম্যাচ বাঁচানোর জন্য লড়াই করছেন রবীন্দ্র জাডেজা ও নীতীশ কুমার রেড্ডি ।