কটক: দীর্ঘ ৬ বছর পর ওয়ান ডে ম্যাচ আয়োজিত হয়েছিল কটকের বরাবাটি স্টেডিয়ামে। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনাও ছিল তুঙ্গে। যদিও বিতর্ক তৈরি হল রবিবারের ম্যাচে আচমকা ফ্লাডলাইট নিভে যাওয়ায়। যার ফলে প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। জানা গিয়েছে, ওড়িশা সরকার ইতিমধ্যেই রাজ্যের ক্রিকেট সংস্থাকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে।


ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের তখন ৬.১ ওভার। তখনই সমস্যার শুরু। শাকিব মাহমুদের ওভারের প্রথম বলটি খেলার পরই খেলা থামিয়ে দেওয়া হয়। ইংল্য়ান্ডের প্লেয়াররা মূলত অভিযোগ জানিয়েছিলেন আলো বন্ধের বিষয়ে। এরপরই আম্পায়ারের সঙ্গে কথা বলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। ভারতের দুই ওপেনার - রোহিত শর্মা, শুভমন গিলও এগিয়ে আসেন। ভারত অধিনায়ককে দেখা যায় অনেকক্ষণ আলোচনা করতে। হয়ত খেলাটা চালিয়ে যেতে চাইছিলেন। ছন্দ নষ্ট হোক, কোনওমতেই চাইছিলেন না। শেষ পর্যন্ত ভারতীয় সময় সন্ধে ৬.২৩ এ খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। ২০ মিনিটের মত খেলা বন্ধ হয়ে যায়। এরপর মাঠে ফিরে অবশ্য সেঞ্চুরি করেন রোহিত শর্মা। 


ঘটনার পর নড়েচড়ে বসেছে ওড়িশা সরকার। রাজ্যের ক্রীড়ামন্ত্রী সূর্যবংশী সুরয রাজ্য ক্রিকেট সংস্থার কাছে ব্যাখ্যা চেয়েছেন। তাঁর বক্তব্য, 'ফ্লাডলাইটে কেন সমস্যা হল, সেটার ব্যাখ্যা চেয়েছি। ক্রিকেট সংস্থা সমস্ত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এই ঘটনা ঘটেছে।' ঘটনাচক্রে স্টেডিয়ামে তখন উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাঁর সামনেই ঘটে এই ঘটনা।


একদিন আগেই লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে ফিল্ডিং করতে গিয়ে মাথায় বড় চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। বল এসে সরাসরি কপালে লাগে তাঁর। জানা যায় যে, মাঠের বাতিস্তম্ভে এলইডি আলো ব্যবহার হওয়ায় তিনি ঠিকভাবে বল দেখতে পাননি। তাতেই বিপত্তি। যা নিয়ে ভারতীয়রা কটাক্ষ করেছিল পাকিস্তানকে। তবে কটকের ঘটনার পর পাকিস্তান থেকে উড়ে আসছে বিদ্রুপ। পাল্টা বলা হচ্ছে, ভারতে কি পাকিস্তান থেকে আলো পাঠাতে হবে?




আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে




এবার কটকের স্টেডিয়ামে বাতিস্তম্ভের আলো বন্ধ হয়ে যাওয়ায় বিসিসিআইয়ের মুখ পোড়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের ক্রিকেটভক্তরাও খোঁটা দেওয়া শুরু করে দিল বিসিসিআইকে। বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও তাঁদের মাঠেই আলো বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সোশাল মিডিয়ায় একের পর এক তীর্যক মন্তব্য করা হল ভারতীয় বোর্ডকে নিয়ে।