লর্ডস: দ্বিতীয় টেস্টে বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত (India vs England)। এজবাস্টনে সেই টেস্টে খেলেননি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অতিরিক্ত ধকল থেকে বাঁচাতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বুমরার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই দুরন্ত বোলিং করেছেন আকাশ দীপ। ১০ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন ভারতকে।

লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। সেই ম্যাচে কেমন হবে ভারতের একাদশ? বুমরা সম্ভবত ফিরছেন। বোলারদের মধ্যে আর কারা খেলবেন?

এ নিয়ে বড় ইঙ্গিত দিলেন ঋষভ পন্থ। ভারতীয় দলের সহ অধিনায়ক বুধবার সাংবাদিক সম্মেলনে বলেন, 'সব রকম বিকল্প খোলা রাখা হচ্ছে। তিন পেসার এক স্পিনার নাকি তিন পেসার দুই স্পিনার তা নিয়ে এখনও কথাবার্তা চলছে। কাল সকালে সেটা চূড়ান্ত হবে। ম্যাচের দুদিন আগে উইকেট দেখে বোঝা যায় না, শেষ পর্যন্ত কী হবে। তাই সিদ্ধান্ত হবে শেষ মুহূর্তে।'

প্রথম টেস্টে রবীন্দ্র জাডেজা একমাত্র স্পিনার হিসাবে খেলেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে জাডেজার পাশাপাশি খেলেন ওয়াশিংটন সুন্দর। তিন পেসার ও দুই স্পিনারে দল সাজিয়েছিল ভারত। সেই সঙ্গে পেসার অলরাউন্ডার হিসাবে শার্দুল ঠাকুরের পরিবর্তে খেলানো হয়েছিল নীতীশ কুমার রেড্ডিকে।

তৃতীয় টেস্টে বুমরার দলে ফেরা কার্যত নিশ্চিত। তিনি সম্ভবত প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে খেলবেন। সঙ্গী দুই পেসার আকাশ দীপ ও মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। তবে এক স্পিনার, নাকি দুই, ধন্দ রেখে দিলেন পন্থ। কেউ কেউ আবার মনে করছেন, লর্ডসে যদি সবুজ উইকেট রাখা হয়, তা হলে চার পেসারও খেলাতে পারে ভারত। সেক্ষেত্রে একমাত্র স্পিনার কে?

ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত হবে, জানালেন পন্থ। 

 

উইকেট দেখেছেন? লর্ডসের পিচে নাকি বেশি ঘাস রাখা হবে? ভারতের পারফরম্যান্স দেখে কৌশল বদলাতে বাধ্য হয়েছে ইংল্যান্ড... সেটা কি নৈতিক জয়? সাংবাদিকের প্রশ্নে পন্থ বলেন, 'আমাদের যেরকম উইকেটই দেওয়া হোক না কেন, দল হিসাবে আমরা মানিয়ে নিতে তৈরি। প্রতিপক্ষ কী ভাবছে সেটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না। ওরা পরিকল্পনা পাল্টাচ্ছে কি না সেটা নিয়ে ভাবছি না। ওরা যাই করুক আমাদের আরও ভাল ক্রিকেট খেলতে হবে। সহজ হিসেব।'