ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে প্রথম দিন ঋষভ পন্থের (Rishabh Pant) পায়ে বল লাগার পরেই তাঁর সিরিজ় থেকে ছিটকে যাওয়ার জল্পনা ছিল। যদিও পন্থ তারপরেও ব্যাট করেন। কিন্তু তাঁকে ক্রাচ হাতে আজ মাঠে ঢুকতে দেখতে যাওয়ার পরেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল তিনি আর বাকি সিরিজ়ে খেলতে পারবেন না। সেই খবরেই সিলমোহর পড়ল। ঋষভ পন্থের ওভালে পঞ্চম টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে দিল বিসিসিআই।

ম্যাঞ্চেস্টারে ম্য়াচ শেষের পরেই পন্থের সিরিজ় থেকে ছিটকে যাওয়ার খবর সুনিশ্চিত করে এক বিবৃতিতে বোর্ড জানায়, 'ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ঋষভ পন্থের ডান পায়ে চিড় ধরে। তিনি সিরিজ়ের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওর পরিস্থিতির দিকে নজর রাখবে এবং গোটা দল ওর দ্রুত সুস্থতা কামনা করছে।'

 

 

তাঁর পরিবর্তে আগেই নারায়ণ জগদীশানের (N Jagadeesan) নাম ভেসে আসছিল। সেই মতোই তামিলনাড়ুর ২৯ বছর বয়সি কিপার ব্যাটারকেই পঞ্চম টেস্টের জন্য ভারতীয় দলে ডেকে নেওয়া হল। এই প্রথমবার ভারতীয় জাতীয় দলে ডাক পেলেন অতীতে কেকেআর তথা সিএসকের হয়ে আইপিএল খেলা ক্রিকেটার।

তামিলনাড়ুর তারকার দুরন্ত লাল বলের রেকর্ডই নির্বাচকদের তাঁর দিকে তাকাতে বাধ্য করে। জগদীশান এখনও পর্যন্ত ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৩৭৩ রান করেছেন। তাঁর গড় ৪৭.৫০। ১৪টি অর্ধশতরান ও ১০টি সেঞ্চুরি করেছেন জগদীশান। গত রঞ্জি মরশুমে তো অনবদ্য ফর্মে ছিলেন তিনি। আট ম্যাচে তাঁর ব্যাট থেকে ৬৭৪ রান এসেছিল। দুইটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরিসহ ৫৬.১৬ গড়ে রান করেছিলেন তিনি। সেই জগদীশানকেই জাতীয় দলে ডেকে নেওয়া হল।

তবে প্রাথমিকভাবে তামিলনাড়ুর ব্যাটার নয়, ঈশান কিষাণই পন্থের পরিবর্ত হিসাবে দলে ডাক পাবেন শোনা যাচ্ছিল। তবে ঈশান নিজেই নির্বাচকদের না করে দিয়েছেন। খবর অনুযায়ী নির্বাচক প্রধান অজিত আগরকর নিজে যোগাযোগ করেছিলেন ঈশানের সঙ্গে। তবে তরুণ উইকেট কিপার ব্যাটার নাকি নিজেই না করে দিয়েছেন। তিনি কারণ হিসেবে জানিয়েছেন যে, কিছুদিন আগে নাকি স্কুটি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন ঈশান। সেলাইও পড়েছে তাঁর। এই পরিস্থিতিতে ইশানের পক্ষে নাকি লন্ডনে উড়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি না করে দিয়েছেন। জানা গিয়েছে গোড়ালিতে চোট পেয়েছেন ঈশান। সেই কারণেই তিনি জাতীয় দলের প্রস্তান নাকচ করেছেন।