ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে অনবদ্য এক লড়াইয়ের সাক্ষী থাকল গোটা বিশ্ব। দুই তারকা ভারতীয় অলরাউন্ডার যখন ব্যাটে নেমেছিলেন তখনও ভারতীয় দল ইংল্যান্ডের থেকে ৭৯ রানে পিছিয়ে। তবে পরের দুই সেশনে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) যা লড়াই করলেন, তা বহুদিন ভারতীয় সমর্থকদের মনে থাকবে। দুইজনে যে শুধু অপরাজিত ২০৩ রানের পার্টনারশিপই গড়লেন, তাই নয়, উভয়েই শতরানও হাঁকালেন। শেষমেশ ম্য়াচে আর ফলাফল সম্ভব না হওয়ায় দুই দলই হাত মিলিয়ে ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেয়।
গতকাল প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছিল ভারতীয় দল। পঞ্চম দিনের শুরুতেই কেএল রাহুল (KL Rahul) এবং লাঞ্চের ঠিক আগে শুভমন গিলের (Shubman Gill) উইকেট পড়ায় ভারতীয় দলের সমর্থকদের রক্তচাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। রাহুল শতরানের দোরগোড়ায় ৯০ রানে আউট হন। গিল নিজের সেঞ্চুরি পূরণ করলেও অবশ্য তারপর আর বেশিদূর এগোতে পারেননি। তবে ঠিক যেভাবে গতকাল দ্বিতীয় ও তৃতীয় সেশনে কোনও উইকেট পড়েনি, স্মরণীয় লড়াই চালিয়েছিলেন রাহুল ও গিল, তেমন আজও শেষ দুই সেশনে কোনও উইকেট পড়ল না। এক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা দুই সেশন জুড়ে ব্য়াট করলেন। সেঞ্চুরি তো হাঁকালেনই, পাশাপাশি লড়াই করে ড্রও ছিনিয়ে আনলেন তাঁরা।
ম্যাচে জো রুট ঐতিহাসিক শতরান হাঁকিয়ে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। তবে ম্যাচ শেষে তিনি হয়তো একটি মুহূর্তের জন্য হতাশই হবেন। জাডেজা ব্যাট করতে নেমে প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন। তবে রুট সেই ক্যাচ স্লিপে তালুবন্দি করতে পারেননি। তার খেসারত দিল ইংল্যান্ড। লর্ডসে লড়াই করেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছিলেন, তবে জাডেজা আজ গোটা দিন জুড়েই ব্য়াট করে দলের ড্র সুনিশ্চিত করেন। অপরদিকে, সুন্দর ইংল্যান্ডের বিরুদ্ধেই আমদাবাদে অল্পের জন্য নিজের টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। ৯৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এদিন অবশ্য শতরান হাতছাড়া করেননি তিনি।
শেষমেশ জাডেজা ১০৭ ও সুন্দর ১০১ রানে অপরাজিত রইলেন। আর তাঁদের সঙ্গে জিইয়ে রইল সিরিজ়ও। ভারতীয় দল সিরিজ় জিততে না পারলেও, এখনও ড্র করতে পারে।