গায়ানা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) লড়াই। যে ম্যাচকে ভারতের প্রতিশোধ নেওয়ার মঞ্চ বলা হচ্ছে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে দুরমুশ করেছিল ইংল্যান্ড। অন্যতম ফেভারিট হিসাবে নেমেও সেই ম্যাচে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। লজ্জার আত্মসমর্পণের সাক্ষী ছিল ক্রিকেটবিশ্ব। বৃহস্পতিবার ফের একবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি দুই দল। ভারত কি প্রতিশোধ নিতে পারবে?


ভারতীয় ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন, রোহিত শর্মা, বিরাট কোহলিরা যেন মোক্ষম জবাব দেন জস বাটলারের ইংল্যান্ডকে। সেই প্রার্থনায় পুজোঅর্চনাও চলছে। বৃহস্পতিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যজ্ঞ করছেন। অগ্নিকুণ্ডের পাশে রাখা ব্যাট, বল, প্যাড, গ্লাভস, হেলমেটের মতো নানা ক্রিকেটীয় সরঞ্জাম। হাতে ধরা ভারতীয় দলের ছবি। ভক্তরা মন্ত্রপাঠ করছেন। প্রার্থনা করছেন, যেন ইংরেজ কাঁটা উপড়ে ফেলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে টিম ইন্ডিয়া।


 






তবে গায়ানায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আইসিসি-র অদ্ভুত নিয়মে এই ম্যাচে কোনও রিজার্ভ ডে-ও নেই। কোনও কারণে যদি ম্যাচ ভেস্তে যায়? আইসিসি-র নিয়ম বলছে, ভারত চলে যাবে ফাইনালে। কারণ, নিয়ম অনুযায়ী, যে দল সুপার এইট পর্বে বেশি পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে, ম্যাচ পণ্ড হলে তারাই পাবে ফাইনালের টিকিট।


কিন্তু কেন রিজার্ভ ডে নেই? আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম সেমিফাইনাল ম্যাচে রিজার্ভ ডে ছিল। তবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ ভারতীয় সময় রাত ৮টায় শুরু হলেও, স্থানীয় সময়ে সেটা সকাল সাড়ে দশটা। ম্যাচ শেষ করার জন্য বাড়তি ৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে স্থানীয় সময় ২৭ জুন রাতে ম্য়াচ শেষ হবে। ২৯ জুন ফাইনাল। ২৮ জুন দুই ফাইনালিস্ট দলকেই সফর করতে হবে। সেই কারণেই দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি।













আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।