লন্ডন: ওভালে এক স্মরণীয় ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজ় শেষ হয়েছে। এই সিরিজ়ের দিকে ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর ছিল। আর অশ্বিন, রোহিত শর্মা ও বিরাট কোহলি, তারকা ত্রয়ীকে ছাড়া তরুণ শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল কেমন পারফর্ম করেন, সেটাই দেখতে আগ্রহী ছিলেন সকলে। টানটান এক সিরিজ়ে ২-২ ড্র করতে সক্ষম হয় ভারতীয় দল। দলের টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়েই কিন্তু সিরিজ় সেরা নির্বাচিত হন গিল।
সিরিজ়ে সর্বাধিক ৭৭৪ রান করেন শুভমন গিল। চারটি শতরানসহ ৭৫.৪০ গড়ে রান করেন ভারতীয় অধিনায়ক। সিরিজ় শেষে গিল কিন্তু স্বীকার করে নেন, তিনি যে লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে এসেছিলেন, সেই লক্ষ্যপূরণ হয়েছে। গিল বলেন, 'ব্যাটার হিসাবে কিছু কিছু জায়গায় উন্নতি করার চেষ্টা করেছিলাম এবং এই সিরিজ়ে সেরা ব্যাটার হওয়াটা আমার লক্ষ্যও ছিল। সেই লক্ষ্যপূরণ হওয়াটা আমার জন্য অত্যন্ত সন্তুষ্টির। আমার মনে হয় কেউ মানসিকভাবে সঠিক জায়গায় থাকলে মোটের ওপর সে ভাল জায়গায় থাকে। তবে টেকনিক্যালি কেউ যদি একেবারে ঠিকঠাক জায়গায় থাকে, তাহলেই তো সে মানসিকভাবেও ভাল জায়গায় থাকবে। এরা পারস্পরিকভাবে সম্পর্কিত। তাই আমি (মানসিক ও টেকনিক্যাল) দুই দিকেই বদল ঘটিয়েছি। এই দুইয়ের সম্বনয়টা জরুরি।'
একদিকে যেখানে গিল ব্যাট হাতে ইংরেজ বোলারদের শাসন করেন, সেখানে বল হাতে ইংরেদজ ব্য়াটারদের বিরুদ্ধে আগুন ঝরান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সিরিজে সর্বাধিক ২৩টি উইকেট নেন তিনি। ওভালে ভারতের চাপের মুহূর্তেও তাঁর হাত থেকেই ম্যাচ জেতানো স্পেলটা আসে। পঞ্চম দিনের সকালে তিন উইকেটসহ ম্যাচে মোট নয় এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন সিরাজ। ম্যাচের পর তারকা বোলারের ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক গিল।
তাঁর মতে, 'ওর দলে থাকাটা যে কোনও অধিনায়কের জন্য স্বপ্নের মতো। পাঁচ টেস্টের প্রতিটি ম্যাচে, প্রতিটি বলে ও নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে। প্রতি অধিনায়ক, প্রতিটা দলই ওর মতো একজনকে চায়। আমরা খুব সৌভাগ্যবান যে ও আমাদের দলের হয়ে খেলে। দলে সিরাজ ও প্রসিদ্ধের মতো বোলাররা থাকলে অধিনায়কের কাজটা খুবই সহজ হয়ে যায়।'
টানটান পাঁচ ম্যাচে দুই দল যেমনভাবে খেলেছে, তারপর ২-২ সিরিজ় ড্র হওয়াটাকেও কিন্তু একেবারে যথাযথ ফলাফল বলে মনে করছেন শুভমন গিল।