বার্মিংহাম: যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলছেন না। তাঁর পরিবর্তে এজবাস্টন টেস্টে সুযোগ দেওয়া হয়েছে আকাশ দীপকে। সেই সঙ্গে রবীন্দ্র জাডেজার পাশাপাশি দ্বিতীয় স্পিনার হিসাবে খেলানো হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। ব্রাত্যই রইলেন অর্শদীপ সিংহ ও কুলদীপ যাদব। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সুনীল গাওস্কর।

দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার নির্বাচন নিয়ে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্কর ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে ৩টি পরিবর্তন করেছে। যেখানে বুমরাকে বাইরে রাখা সবচেয়ে আশ্চর্যজনক সিদ্ধান্ত ছিল। বুমরা ছাড়াও সাই সুদর্শন এবং শার্দুল ঠাকুরকে বাইরে রাখা হয়েছে, অন্যদিকে নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপকে চূড়ান্ত একাদশে আনা হয়েছে। গাওস্করের মতে, এজবাস্টনের পিচে কুলদীপ যাদব কার্যকরী হতে পারতেন।

ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে আলোচনা করার সময় সুনীল গাওস্কর বলেন যে, তিনি কুলদীপ যাদবকে একাদশে নির্বাচিত হতে না দেখে অবাক হয়েছেন। তিনি বলেন, "আমি অবাক হয়েছি যে কুলদীপকে নির্বাচন করা হয়নি, কারণ এমন একটি পিচ যেখানে সবাই বলে যে স্পিনাররা বেশ ভাল টার্ন পায়।" যোগ করেন, 'অর্শদীপ খেললে বৈচিত্র বাড়ত। একজন বাঁহাতি পেসার পেত ভারত। পাশাপাশি ওর কাউন্টি খেলার অভিজ্ঞতা কাজে লাগত।'

সুনীল গাওস্কর রাগের সঙ্গে বলেন যে, যদি টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটাররা রান না করেন, তাহলে ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডিকে প্রথম একাদশে আনা তার সমাধান নয়। কারণ এরা সেই ব্যাটার নন, যাঁদের কারণে প্রথম টেস্টে ব্যর্থ হয়েছিল ভারত। ভারতীয় দল প্রথম টেস্টে মোট ৮৩০ রান করেছিল, যা অনেক বেশি রান। গাওস্কর টিম ইন্ডিয়াকে পরামর্শ দিয়ে বলেন যে, যখন দলের বোলিংয়ে উন্নতি করার প্রয়োজন ছিল, তখন ব্যাটিংয়ের দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।

 

এর আগে ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রীও ক্ষোভ প্রকাশ করেছেন যে তিনি বুমরাকে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়ার বিষয়টা বিশ্বাসই করতে পারছেন না। অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন যে, টানা খেলার ধকল থেকে বাঁচাতে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে।