বঢোদরা: সময় কারও সমান যায় না। এই কথাটা হার্দিক পাণ্ড্যর জন্য ভীষণভাবে খাটে। একটা সময় অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ব্যক্তিগত জীবন ছন্নছাড়া হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বৈবাহিক সম্পর্ক। কিন্তু ধীরে ধীরে সব ব্যথা সারিয়ে উঠেছেন। আইপিএলের সময় যে মাঠের গ্যালারি তাঁকে চূড়ান্ত ট্রোল করেছিল, সেই গ্যালারির অভিবাদন কুড়িয়ে নিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে। গত কয়েক মাসে সীমিত ওভারের ফর্ম্য়াটে বেশ নজরকাড়া ধারাবাহিক পারফরম্য়ান্স করেছেন। এবার আসন্ন ইংল্যান্ড সিরিজেও নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বল হাতে নজির গড়তে পারেন হার্দিক।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এখনও পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে মোট ১৪ উইকেট নিয়েছেন। এই তালিকায় সবার আগে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি মোট ১৬টি উইকেট নিয়েছেন বাটলারদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে। আর মাত্র ৩টি উইকেট নিলেই চাহালকে টেক্কা দিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হয়ে যাবেন হার্দিক এই ফর্ম্য়াটে ইংল্য়ান্ডের বিরুদ্ধে। চাহাল মোট ১১ ম্য়াচ খেলে ১৬ উইকেট নিয়েছিলেন।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে অক্ষর পটেলকে। তবে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন ঋষভ পন্থ। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের উইকেটকিপার গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও কেলেছিলেন। তবে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে রাখা হয়নি। একইভাবে দলে রাখা হয়নি যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলকে। মনে করা হচ্ছে, তাঁদের তিনজনকেই বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। টানা ক্রিকেটের ধকল থেকে রেহাই দিতে। উইকেটকিপার হিসাবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামস ও ধ্রুব জুরেলকে। ব্যাটিং অলরাউন্ডার রিয়ান পরাগের কাঁধে চোট রয়েছে। তাই তাঁকেও দলে রাখা হয়নি। গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকাকে যে ভারতীয় দল ৩-১ ব্যবধানে টি-২০ সিরিজে হারিয়েছিল, সেই দলের সদস্যদের মধ্যে থেকে বাদ গিয়েছেন রামনদীপ সিংহ, জিতেশ শর্মা, আবেশ খান, যশ দয়াল ও বিজয়কুমার বৈশাখ। সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফর্ম করা নীতীশ রেড্ডি। তরুণ এই অলরাউন্ডার অভিষেক টেস্ট সিরিজেই শতরান হাঁকিয়েছেন ব্যাট হাতে। এমনকী বল হাতেও পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই দায়িত্বে হয়ত রোহিত, কে পাচ্ছেন ভারতীয় দলের নেতৃত্বভার?