সন্দীপ সরকার, কলকাতা: প্রায় ১৪ মাস পর তিনি ফিরছেন জাতীয় দলে। আর প্রত্যাবর্তন ঘটছে এমন এক মাঠে, যে মাঠে খেলে তাঁর উত্থান।


ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ দিয়েই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মহম্মদ শামি। সোমবার প্র্যাক্টিসের শেষে তিনি হাজির হয়ে গিয়েছিলেন ১৪ নম্বর গেট লাগোয়া মঞ্চে। যেখানে বাংলার অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়ন মেয়েদের দলকে সংবর্ধনা দেওয়া হল। আর সেই মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়, মিতালি রাজ, ঝুলন গোস্বামীর পাশে দাঁড়িয়ে শামি বলে দিলেন সাফল্যের মন্ত্র।


তরুণ-তরুণীদের উদ্দেশে শামির মন্তব্য, 'দেশের জন্য খেলার খিদে কোনওদিন কমা উচিত নয়। যদি সেই খিদেটা থাকে, তাহলে সব সময় ফিরে আসার জন্য লড়াই করবে। যদি ১০ বার চোট পেয়ে যাও, তাহলেও ফিরতে চাইবে। দেশ বা রাজ্য দলের হয়ে যারা খেলে, তারা কেউই চায় না চোট পেয়ে খেলা থেকে এমন ছিটকে যাক যে, একেবারে ক্রিকেট থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারণ চোট পেলে সেই ক্রিকেটারের মাথায় একটা চিন্তাই সব সময় ঘোরাফেরা করে। আর সেটা হল, মাঠে কবে ফিরব। এটা খুব গুরুত্বপূর্ণ।'


মনে করা হয়, চোট সারিয়ে ফেরা কঠিন। শামি অবশ্য বলছেন, 'আপনি যদি পরিশ্রমী মানুষ হন, তাহলে আপনি ফিরে আসবেনই। সে যেরকম চোটই হোক না কেন। আমি সব সময় ভাবি, আমি যত ম্যাচই খেলি না কেন, সেটা আমার কাজ। একবার ক্রিকেট ছেড়ে দিলে সেটা আর দ্বিতীয়বার হবে না। আমরা যখন চোট পেয়ে মাঠের বাইরে থাকি, এই যেমন আমি চোট থাকা অবস্থায় টিভিতে টি-২০ বিশ্বকাপ দেখছিলাম। একটা ভুল চোখে পড়লে মনে হয়, এটা হওয়া উচিত ছিল না। তবে সেই অনুভূতি মাঠে থাকলে হয় না। সেই জন্যই খিদেটা দরকার।'


আরও বললেন, 'নীল রংয়ের টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার খিদে। সব মানুষেরই দেশের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ প্রাপ্য। পুরোপুরি মনপ্রাণ ঢেলে খেললে, নিষ্ঠার সঙ্গে খেললে সুযোগ আসবেই।'


ইডেনে প্রত্যাবর্তন নিয়েও উচ্ছ্বসিত ডানহাতি পেসার। বলছেন, 'ঘরের মাঠ সব সময়ই স্পেশ্যাল। আমি কেরিয়ার শুরু করেছিলাম এখানে। আমি সব সময়ই বলি যে, আমি জন্মেছি, বড় হয়েছি উত্তর প্রদেশে আর ক্রিকেটার হয়েছি এখানে। বাংলাই আমাকে মহম্মদ শামি তৈরি করেছে। এটাই আমার বাড়ি, আমার জীবন। আমি এই যে মঞ্চে দাঁড়িয়ে আছি দাদির সঙ্গে, এই মাঠের জন্যই সব কিছু। একটাই কাজ মনপ্রাণ দিয়ে করেছি। সেটা হল ক্রিকেট খেলা।'


আরও পড়ুন: একে অপরকে বিশ্বাস করতে হবে, ড্রেসিংরুমে অশান্তির আবহে বড় বার্তা ভারতীয় অলরাউন্ডারের!


মঞ্চ থেকে নামার আগে উঠতি ক্রিকেটারদের উদ্দেশে শামির পরামর্শ, 'আমার আশা তোমরাও নিষ্ঠা দেখাবে। নিশ্চয়ই ভারতের হয়ে খেলবে একদিন। দেশের জন্য খেলার একটা সুযোগ আসা উচিত কারণ তার চেয়ে ভাল অনুভূতি হয় না।'


আরও পড়ুন: কোহলি সর্বকালের সেরা! ইডেনে দাঁড়িয়ে বিরাটকে দরাজ সার্টিফিকেট দিলেন সৌরভ