গায়ানা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে গায়ানায় মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)। যে ম্যাচে রয়েছে বৃষ্টির কাঁটা। সেই সঙ্গে রয়েছে আইসিসি-র অদ্ভুত নিয়মের কাঁটা।
গায়ানায় বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল। বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে রাখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
গ্রুপ পর্বের খেলা বৃষ্টিতে ভেস্তে গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগির ব্যবস্থা ছিল। কিন্তু সেমিফাইনাল মানেই নক আউট পর্যায়। এক দল জিতবে, আর এক দল হারবে। যে দল জিতবে, পৌঁছে যাবে ফাইনালে। যারা হারবে, তারা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। অর্থাৎ, ম্যাচের ফয়সালা হতেই হবে।
বৃহস্পতিবার ত্রিনিদাদে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। সেই ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের কোনও রিজার্ভ ডে রাখেনি আইসিসি। এর কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে ম্যাচের সময়সূচি। দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের প্রথম সেমিফাইনালটি ভারতীয় সময় সকাল ৬টায় শুরু হবে। স্থানীয় সময়ে যা ২৬ জুন রাত ৮.৩০। অন্যদিকে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ ভারতে রাত ৮টায় শুরু হলেও স্থানীয় সময় তা সকাল সাড়ে ১০টা।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ২৯ জুন, ভারতীয় সময় শনিবার রাত ৮টায় ফাইনাল। তার আগের দিন অর্থাৎ ২৮ জুন দুই ফাইনালিস্ট দল ফাইনালের কেন্দ্র বার্বাডোজ়ের উদ্দেশে সফর করবে। স্থানীয় সময় ২৬ জুন রাতে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে তা ২৭ জুন খেলা হবে। কিন্তু যেহেতু ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ফেলা হয়েছে স্থানীয় সময় ২৭ জুন সকালে, ম্যাচের প্রথম দিন কোনও কারণে বৃষ্টিতে ভেস্তে গেলে ২৮ জুন সেটি আয়োজনের সুযোগ নেই। তা না হলে প্রভাব পড়তে পারে ২৯ জুন ফাইনালে।
তবে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল শেষ করার জন্য বাড়তি চার ঘণ্টা সময় রাখা হচ্ছে। এর পাশাপাশি আরও ২৫০ মিনিট রাখা হচ্ছে আম্পায়ারদের হাতে। অর্থাৎ, সব মিলিয়ে বাড়তি প্রায় ৮ ঘণ্টা সময় থাকছে।
গায়ানায় ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালে ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। শেষ পর্যন্ত কি ক্রিকেটীয় দক্ষতার নিরিখে ফাইনালিস্ট নির্ধারণের সুযোগ পাওয়া যাবে?
আরও পড়ুন: বয়স মাত্র ১১, দু'হাতে বল করে তাক লাগাচ্ছে অরিক্তা, হাওড়ার কিশোরীর চোখে জাতীয় দলের স্বপ্ন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।