গায়ানা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। প্রথম ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে একেপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেমিফাইনালে যে কড়া টক্কর হতে চলেছে, তা নিশ্চিত। দুটো দলই ফর্মে রয়েছে চলতি টুর্নামেন্টে। একদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ তো অন্যদিক জোফ্রা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডনরা রয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপও কিন্তু একেবারেই হেলাফেলা করার মত নয়। বাটলার ও সল্ট ফর্মে আছেন। সঙ্গে ছন্দে ফিরছেন বেয়ারস্টো, লিভিংস্টােনরাও। তাঁরা নিজেদের দিনে যে কোনও বোলিং আক্রমণের সামনে আতঙ্ক।


কাদের ম্যাচ?


টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথ


কবে খেলা?


ম্যাচটি হবে ২৭ জুন, বৃহস্পতিবার


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ম্য়াচ


কোথায় ম্যাচ?


গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ২ দল


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি। ডিজনি প্লাস হটস্টারে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।


ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও ইংল্যান্ড মোট ৪ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ২ বার জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ২ বার জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্য়ান্ড শিবির। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এই দুই দল মোট ২৩ বার আমনে সামনে হয়েছে। ভারত ১২ ম্য়াচ জিতেছে। ১১ বার ইংল্যান্ড জিতেছে। নিজেদের আগের ম্য়াচের একাদশে ভারত ও ইংল্যান্ড কােনও দলই পরিবর্তন করবে না হয়ত। সেক্ষেত্রে সিরাজ নয়, কুলদীপেই ভরসা করতে চলেছে টিম ম্য়ানেজমেন্ট। অন্যদিকে ইংল্য়ান্ডের উইকেট নেওয়ার অন্যতম অস্ত্র আদিল রশিদ। এছাড়াও জোফ্রা আর্চার ও বিরাট কোহলির ডুয়েল দেখার জন্যও সবাই মুখিয়ে আছেন। 


ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা