লন্ডন: আইপিএলের মাঝেই আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই ফর্ম্য়াট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিং কোহলি। যা অবাক করে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। ১২ মে সোশ্য়াল মিডিয়া পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কোহলি। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসও। কোহলির অবসরের সিদ্ধান্তের কথা জেনে নিজেই টেক্সট মেসেজ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে।
আইপিএল শেষ হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে উড়ে যাবে। সেখানেই পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগেই প্রথমে রোহিত ও পরে বিরাট এই ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন। যা ইংল্যান্ড সফরে খানিকটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেটে এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, ''আমি বিরাটকে ওর অবসরের সিদ্ধান্তের কথা জানার পরই মেসেজ করেছিলাম। ওকে জানিয়েছিলাম যে আমি ওর বিরুদ্ধে আগামী সফরে খেলতে পারব না, এটা লজ্জার। আমি সবসময় বিরাটের বিরুদ্ধে খেলা পছন্দ করি। এই লড়াইটা উপভোগ করি, কারণ দুজনেই একই মানসিক কাঠিন্য নিয়ে খেলতে নামি আমরা মাঠে।''
স্টোকস আরও বলেন, ''ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল বিরাটের আগ্রাসনের অভাব বোধ করবে অবশ্যই। যেভাবে মাঠে খেলার প্রতিটা মুহূর্তে নিজেকে সক্রিয় রাখে, তাে প্রতিপক্ষ শিবিরের চাপ বাড়ে নিঃসন্দেহে। ১৮ নম্বর জার্সিটা যেন ওঁর জন্যই তৈরি হয়েছিল। আমরা হয়ত ওই ১৮ নম্বর জার্সিটা আর কোনও ভারতীয়র জার্সির পেছনে দেখতে পাব না। তবে আমি বিরাটের কভার ড্রাইভ সবসময় মনে রাখব। টেস্টে ওর কভার ড্রাইভ দেখা চোখের শান্তি।'' উল্লেখ্য, ৩৬ বছরের অভিজ্ঞ ক্রিকেটারকে নাকি বোর্ডের তরফে আভাস জানানো হয়েছিল ২০২৪-২৫ বর্ডার গাওস্কর ট্রফির সময়ে টেস্টে ফের নেতৃত্বভার দেওয়া হতে পারে। রোহিত শর্মার নেতৃত্বে গোলাপি বলের টেস্টে অ্য়াডিলেডে হারের পরই এই নিয়ে আলোচনা হয় বোর্ডের অন্দরমহলে। কিন্তু অস্ট্রেলিআ সফরে নিজেও পারথ টেস্টে শতরান বাদ দিয়ে কিছুই করতে পারেননি বিরাট। যার জন্য পরে নাকি বোর্ড কর্তাদেরও মোহভঙ্গ হয় এই বিষয়ে। তার মধ্য়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে অফস্টাম্পের বাইরে খোঁচা দিয়ে বিরাটর বারবার আউট হওয়ায় বিরক্ত ছিলেন নির্বাচকরা।
এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি। তবে শুভমন গিলই হয়ত টেস্টে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন। এছাড়াও দৌড়ে ঋষভ পন্থ ও কে এল রাহুলও রয়েছে।