ওভাল: ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে বিশাল ধাক্কা ইংল্যান্ড শিবিরে। অধিনায়ক বেন স্টোকসকে সিরিজের শেষ ম্য়াচের জন্য পাচ্ছে না আয়োজক শিবির। ডান কাঁধে চোটের জন্য তারকা অলরাউন্ডার ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। তাঁর পরিবর্তে তেন্ডুলকর-অ্য়ান্ডারসন ট্রফিতে ওভাল টেস্টে ইংল্য়ান্ডের দায়িত্বভার সামলাবেন ওলি পোপ। তবে শুধু স্টোকস নন। পঞ্চম টেস্টে ইংল্য়ান্ড একাদশে আরও তিনটি বদল হতে চলেছে। জোফ্রা আর্চার, ব্রেন্ডন কায়ার্সকে পাওয়া যাবে না ওভালে এমনকী আগের ম্য়াচে স্পিনার অলরাউন্ডার লিয়াম ডওসনকেও এই ম্য়াচে খেলত দেখা যাবে না। অর্থাৎ স্টোকস সহ তিনটি নতুন মুখ আসতে চলেছে ওভালে ইংল্য়ান্ড একাদশে।
চলতি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটের মালিক স্টোকসই। এখনও পর্য়ন্ত চারটি টেস্টে মোট ১৭ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। ৩০৪ রান ব্যাট হাতে করেছেন। তৃতীয় ও চতুর্থ টেস্টে অলরাউন্ড পারফরম্য়ান্সের সুবাদে ম্য়ান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন। ম্য়াঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরিও এসেছিল স্টোকসের ব্যাট থেকে। চতুর্থ টেস্টে স্টোকসকে প্রচুর ওভার বল করতে হয়েছে। ভারতীয় ব্যাটাররা ১৪৩ ওভার ব্য়াট করেছিলেন। দুটো ইনংস মিলিয়ে মোট ৩৫ ওভার বল করেন স্টোকস।
এদিকে, তারকা পেসার জোফ্রা চলতি সিরিজে মাত্র দুটো ম্য়াচেই খেলেছেন। লর্ডসের পর ম্য়াঞ্চেস্টারে একাদশে ছিলেন তিনি। চার ইনিংসে মোট ৯ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ২২ রানে জয়ের পেছনে অনেক বড় অবদান ছিল আর্চারের। কেয়ার্স চারটি টেস্টেই খেলেছেন। তিনিও ৯ উইকেট নিয়েছেন। অন্য়দিকে ২০১৭ সালের পর প্রথমবার টেস্ট খেলতে নেমেছিলেন ডওসন। তিনি একটি উইকেটই নিয়েছিলেন ম্য়াঞ্চেস্টারে।
পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ড একাদশে ঢুকে পড়েছেন জ্যাকব বেথেল, ৬ নম্বরে ব্য়াটিং করেন তিনি। সারের বোলার গাস অ্য়াটকিনসন ও জেমি ওভার্টনও ঢুকে পড়েছেন প্রথম একাদশে। এছাড়া টস টাংও ফিরেছেন একাদশে।
ভারতের জন্য এই টেস্ট ম্য়াচটি ডু অর ডাই। অধিনায়ক হিসেবে প্রথম এটাই শুভমন গিলের প্রথম টেস্ট সিরিজ। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাই নিজে চাইবেন জিততে না পারলেও শেষ ম্য়াচ জিতে সিরিজ যাতে ড্র করে ভারত।